কাস্টমারদের ইচ্ছার কথা প্রাধান্য দিয়ে এ বছর ক্যানন সাশ্রয়ী দামে EOS R7এবং EOS R10 নামে দুটি ক্যামেরা বাজারে রিলিজ করেছিল। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ২০১৮ সালের পর ক্যানন আবার MIRRORLESS ক্যামেরা বাজারে আনতে পারে। এবার তাদের ক্যামেরায় ফুল ফ্রেম ডিজাইনের ফিচার থাকার সম্ভাবনা রয়েছে।
সম্ভবত যারা EOS R7এবং EOS R10 ক্যামেরা ক্রয় করতে সক্ষম নন তাদের জন্য আরও কম প্রাইসের মধ্যে পরবর্তী MIRRORLESS ক্যামেরা বাজারে আসতে পারে।
২০১৮ সালে যখন সর্বশেষ EOS R মডেলের MIRRORLESS ক্যামেরা বাজারে ছাড়া হয়েছিল তখন তার দাম ২ লাখ ৩০ হাজার টাকার মধ্যে ছিল। এখন কারণ এখন ক্যানন চাইছে আরো কম দামে মার্কেটে ক্যামেরা নিয়ে আসার জন্য। এতে করে প্রতিযোগিতায় টিকে থাকা তাদের জন্য সহজ হবে।
নতুন ক্যামেরা বাজার আসার ঘোষণা ২০২২ এর শেষ দিকে বা ২০২৩ সালের শুরুর দিকে আসতে পারে। এই MIRRORLESS ক্যামেরা ফুলফ্রেম ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য বেশ মানানসই হবে।
দেখে মনে হচ্ছে ক্যামেরার জগতে ক্যানন ইনোভেশন এর মাধ্যমে সামনে এগোতে চায়। তবে এই ক্যামেরার স্পেসিফিকেশন কেমন হবে সেটা নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ৩০ মেগাপিক্সেল বা তার বেশি রেজুলেশন এখানে উপস্থিত থাকতে পারে।
ক্যানন যদি একটি আকর্ষণীয় ফুল ফ্রেমের ফিচার থাকবে এরকম ক্যামেরা বাজারে নিয়ে আসতে পারে তাহলে প্রতিদ্বন্দ্বিতায় তারা ভালো অবস্থানে থাকতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।