বার্সেলোনার প্রতি, ক্যাম্প ন্যুর প্রতি লিওনেল মেসির প্রেমটা প্রকাশ্য। প্যারিস হয়ে মায়ামিতে ক্যারিয়ার আর ঘর বাধলেও সে প্রেমে ভাটা পড়েনি। যদিও প্রেমের সম্পর্ক এখন অতীত। বিচ্ছেদের অভিমানে কিংবা নতুন সংসারের প্রয়োজনে চাইলেই ফেরা হয়না, ফিরে তাকানো যায় না পুরনো প্রেমের দিকে।

তবু নতুন কোন ক্ষণে, দিবস কিংবা সাজ-সজ্জায় অভিমান ভাঙে, হৃদয় গলে। সব বাধা ভেঙে হয়তো ছুটে যাওয়া যায় না। কিন্তু গোপনে একটু দেখে নেবার স্বাদ জাগে। গোপন প্রেমের এই গোপন সাক্ষাতকে ‘অভিসার’ বলে। ক্যাম্প ন্যুতে তেমনই এক অভিসার সারলেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা মেসি।
বার্সেলোনার সঙ্গে, ক্যাম্প ন্যুর সঙ্গে দুই যুগের সম্পর্ক লিওনেল মেসির। ২০২১ সালে বার্সা ছাড়ার পর আর ওই স্টেডিয়ামে যাননি মেসি। এর মধ্যে ক্যাম্প ন্যু সেজেছে নতুন রূপে। অবকাঠামোয় পরিবর্তন আনা হয়েছে, বাড়ানো হয়েছে আসন সংখ্যা। নতুন ক্যাম্প ন্যু এখন ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত, ভক্তদের জন্য উন্মোচনের অপেক্ষায়।
নতুন করে কেমন সাজে সেজেছে ক্যাম্প ন্যু? দেখার আকুতি থেকে রোববার রাতে গোপনে ক্যাম্প ন্যু’তে ফেরেন মেসি। ইন্টার মায়ামির ম্যাচ না থাকায় ছুটিতে কাতালুনিয়া এসে আইকনকি স্টেডিয়াম ভ্রমণ করেন। যদিও অভিসার মানেই গোপন প্রণয়, সেই গোপন সাক্ষাতের কথা নিজেই আবার প্রকাশ করেছেন লিও।
ইনস্টাগ্রামে ক্যাম্প ন্যু ভ্রমণের কিছু ছবি দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। লিখেছেন ফেরার আকুতির কথা, ‘গত রাতে এমন এক জায়গায় ফিরেছিলাম, যা হৃদয় দিয়ে মিস করি। সেখানে আমি খুব খুশি ছিলাম, সেখানে থাকার সময় আপনারা আমাকে ভাবতে শিখিয়েছেন যে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটি আমি। আশা করি, একদিন এখানে ফিরতে পারবো, খেলোয়াড় হিসেবে, শুধু বিদায় বলতে নয়।’
নতুন ক্যাম্প ন্যুতে মেসির বিদায়ী সংবর্ধনার আয়োজন করতে চায় বার্সেলোনা। তবে সেটি বার্সার জার্সিতে নাকি অন্য কোনভাবে তা এখনো পরিষ্কার নয়। আলোচনা আছে- বার্সেলোনা এবং ইন্টার মায়ামির মধ্যে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। ইন্টার মায়ামিও খুব করে ক্যাম্প ন্যুতে ম্যাচ খেলার চেষ্টা করছে। তবে সবকিছুই এখনো খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



