স্পোর্টস ডেস্ক: করোনায় বিপর্যস্ত লিভারপুল শিবিরে এখন মূল দলের খেলোয়াড় পাওয়াই কঠিন হয়ে পড়েছে। আর এই সমস্যাকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার আর্সেনালের বিপক্ষে ক্যারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি স্থগিতের আবেদন জানিয়েছেন রেডরা। লিভারপুলের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
এ সম্পর্কে ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আরো বেশ কিছু খেলোয়াড় ও স্টাফের মধ্যে করোনার উপস্বর্গ দেখা দেয়ায় লিভারপুল আনুষ্ঠানিক ভাবে ইএফএল’র কাছে ম্যাচটি স্থগিতের আবেদন জানিয়েছে। করোনা আক্রান্ত ছাড়াও দলে আগে থেকেই বেশ কিছু ইনজুরি থাকায় খেলোয়াড় পাওয়াই কঠিন হয়ে পড়েছে।’
ইতোমধ্যেই সিনিয়র দলের গতকালের অনুশীলন বাতিল করা হয়েছিল। সম্ভাব্য স্থগিতের ঘটনায় সাধারণত নিয়মানুযায়ী সফরকারী সমর্থকদের জন্য যতটা সম্ভব নোটিশ দেয়া হয়। বর্তমান অবস্থায় বৃহস্পতিবারের আগে পরিস্থিতি উন্নতির কোন সম্ভাবনা নেই। বরং আরো খারাপ হবার ইঙ্গিত রয়েছে।
এর আগে রোববার চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগেও ম্যাচ বাতিলে আবেদন করে সফল হতে পারেননি লিভারপুল বস জার্গেন ক্লপ। ঐ ম্যাচের আগে মৃদু উপস্বর্গ থাকায় ডাগআউটে ছিলেন না ক্লপ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।