স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অর্ধশতকের দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। ওপেনার লিটন দাসের আউটের পর ক্রিজে আসেন তিনি। এরপর থেকে দেখেশুনে খেলতে থাকেন বাঁহাতি এ ব্যাটার।
Advertisement
৬৭ বলে ওয়ানডেতে অর্ধশতক তুলে নেন শান্ত। এটি ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তার।
সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে দুর্দান্ত ব্যাটিং করেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে এক আসরে ৫০০ রান করা কীর্তি গড়েন শান্ত। সেই ধারাবাহিতকা ধরে রাখেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজও।
ক্যারিয়ারের ১৬তম ওয়ানডেতে এসে প্রথম অর্ধশতক পেলেন তিনি। এর আগে তার সর্বোচ্চ স্কোর ছিল ৩৮ রান। প্রথম অর্ধশতকের পথে ৫টি বাউন্ডারি হাঁকান নাজমুল হোসেন শান্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।