
আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ভ্যাকাভিলে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে। কোলিঙ্গা শহরের কাছে এই আগুন নেভাতে গিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ওই হেলিকপ্টারের পাইলট নিহত হয়েছেন বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।
নিহত পাইলট পানিবাহী ওই হেলিকপ্টারে একাই ছিলেন। অঙ্গরাজ্যটির অসংখ্য স্থানে এই অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য গভর্নর গ্যাভিন নিউসম ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি করেছেন।
দাবানলের ঘটনায় ইতোমধ্যে সেখানকার ৫০ টির মতো স্থাপনা আগুনে পুড়ে গেছে। আরও ৫০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
গভর্নর গ্যাভিন নিউসম বলেন, এমন আগুন অনেক অনেক বছর দেখিনি। দ্রুত দাবানল ছড়িয়ে পড়ায় হাজারো মানুষকে ইতিমধ্যে পার্শ্ববর্তী সান ফ্রান্সিসকোতে সরিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে ঝুঁকিতে পড়েছে এক লাখ বাসিন্দার ভ্যাকাভিল শহর। বাসা খালি করে নিরাপদে নিয়ে যেতে দরজা দরজায় গিয়ে সতর্কবাণী দিচ্ছেন কর্মকর্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



