জুমবাংলা ডেস্ক : যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সদ্য বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে গ্রেপ্তারের পর রাজধানীর মহাখালীতে তার বাসায় অভিযান চালাচ্ছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। আজ রবিবার দুপুর সাড়ে ৩টার দিকে মহাখালীর ওই বাসায় অভিযানের সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী।
সম্রাটের জুয়ার নেশা রয়েছে জানিয়ে তার স্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ওর সম্পদ বলতে কিছু নাই। ও যা ইনকাম করে ক্যাসিনো চালিয়ে, তা দলের জন্য খরচ করে, দল পালে। আর যা বোধহয় রাখে, সিঙ্গাপুর কিংবা…এখানে জুয়া খেলে। ও সিঙ্গাপুরে জুয়া খেলতেই যেত। জুয়া খেলা তার নেশা, কিন্তু সম্পত্তি করা তার নেশা না।’
ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত জি কে শামীম, খালেদ মাহমুদ ভূঁইয়া, সেলিম প্রধানকে চেনন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সম্রাটের স্ত্রী জানান, তিনি খালেদ মাহমুদ ভূইয়া ছাড়া কাউকে চেনেন না। তিনি বলেন, ‘খালেককে চেনি। মাঝেমধ্যে অফিসে যেতাম তখন খালেকরে দেখতাম। ওতটুকুই কিন্তু, আর কিছু না।’
কোনো নেতাকে নিয়ে সম্রাট গল্প করত কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না না। ও এগুলো পছন্দ করে না। আমি কখনো সেজে আসি কিংবা কোনো ক্যামেরার সামনে আসি, কোনো রাজনীতি করি এটা পছন্দ করত না। আমি শুরু থেকেই নামাজ পড়া পছন্দ করি, ঘরে থাকা পছন্দ করি- ও আমাকে এভাবেই রাখছে।’
সম্রাটের জুয়া খেলার বিষয়ে জানতেন কি না এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি পরে জানতে পেরেছি। আমি যখন বিয়ে করি তখন জুয়া জিনিসটা কি, এত বড় বড় জায়গা আছে খেলার আমার মাথায়ও ছিল না।’
সমাট্রের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরীর বিয়ে হয় ১৯ বছর আগে। বিয়ের আগে সম্রাটের আর্থিক অবস্থা কেমন ছিল আর এখন তার অবস্থা কেমন- সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সম্রাটের স্ত্রী বলেন, ‘আগে ঠিক যেমন ছিল এখনো ঠিক তেমন। সম্রাটের কোনো নেশা নাই সম্পদ করার, ফ্ল্যাট করার, গাড়ি করার। ওর একমাত্র নেশাই জুয়া খেলা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।