Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীর গুলশান ২ নম্বরে নিজ বাসা থেকে আটক করা হয়েছে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে। তিনি মতিঝিলের ফকিরাপুল এলাকার ‘ইয়াং ম্যান্স ক্লাবে’র অবৈধ ক্যাসিনোর মালিক। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।
আজ বুধবার সন্ধ্যায় গুলশান-২ এর ৪৯ নম্বর রোডের ৪ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে খালেদ মাহমুদ ভূঁইয়ার মালিকানাধীন ‘ইয়াং ম্যান্স ক্লাবে’র অবৈধ ক্যাসিনোতে বিকেল ৫টা থেকে অভিযান চালায় র্যাব। এ সময় ওই ক্যাসিনো থেকে ১৪২ জনকে আটক ও বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জামাদী ও টাকা উদ্ধার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।