Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ‘ক্রাইম পেট্রল’ দেখে বন্ধুকে হত্যাচেষ্টা শিশুদের
    বিভাগীয় সংবাদ রাজশাহী

    ‘ক্রাইম পেট্রল’ দেখে বন্ধুকে হত্যাচেষ্টা শিশুদের

    Shamim RezaDecember 17, 20193 Mins Read
    Advertisement

    হত্যাচেষ্টার শিকার হওয়া শিশু। ছবি : সংগৃহীত
    জুমবাংলা ডেস্ক : সিনেমা কিংবা গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন নাটকীয় দৃশ্যকে বাস্তব মনে বলে করেন শিশুরা। বিভিন্ন সিনেমাটিক দৃশ্য শিশুদের মনোজগতে মারাত্মক প্রভাব ফেলে। টিভিতে দেখা সিনেমাটিক চরিত্র তারা বাস্তবে প্রয়োগ করতে চায়।

    এমনই এক নাটকীয় দৃশ্যের মাধ্যমে প্রভাবিত হয়ে পাবনার ঈশ্বরদী উপজেলায় ছোট্ট বন্ধুকে তার কয়েকজন ‘অবুঝ’ বন্ধু মিলে হত্যার চেষ্টা করে। ভারতীয় ‘সনি এন্টারটেইমেন্ট টেলিভিশন’ চ্যানেলে ‘ক্রাইম পেট্রোল’ দেখে প্রভাবিত হয়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া আরাফাতকে তারই বন্ধুরা নৃশংসভাবে হত্যার চেষ্টা করে।

    গত রোববার দুপুরে পাবনার ঈশ্বরদীতে একটি আখক্ষেতে শিশুটিকে হত্যাচেষ্টা করা হয়। পরে সেই রাতে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে।

    ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) অসিত কুমার বসাক জানান, আরাফাত (ছদ্মনাম) কিছুদিন আগে তার একজোড়া চাকাযুক্ত জুতো দুই হাজার ৫০০ টাকায় সহপাঠী রাব্বীর (ছদ্মনাম) কাছে বিক্রি করে। পুরো টাকা বাকি থাকায় আরাফাত বারবার টাকার জন্য রাব্বীকে চাপ দিচ্ছিল। তাই রাব্বী তার সহপাঠী রাসেল (ছদ্মনাম) ও রাকিবকে (ছদ্মনাম) নিয়ে আরাফাতকে হত্যার সিদ্ধান্ত নেয়।

    এসআই জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী রোববার দুপুরে আখ খাওয়ার কথা বলে তারা আরাফাতকে গ্রামের একটি আখক্ষেতে নিয়ে যায়। সেখানে গিয়ে রড় দিয়ে আরাফাতের মাথায় আঘাত করা হয়। উপর্যুপরি আঘাতে তার মাথার মগজ বেরিয়ে যায় এবং কান কেটে যায়।

    অসিত কুমার বসাক আরও জানান, ঘটনার অনুসন্ধানে তারা অভিযুক্ত শিশুদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ঘটনার সঙ্গে জড়িত শিশুরা জানায়, ‘ক্রাইম পেট্রোল’ দেখে অনুপ্রাণিত হয়ে আরাফাতকে হত্যার পরিকল্পনা করে তারা। পরে ঘটনায় ব্যবহৃত রডটি রাব্বী একটি পুকুরে ফেলে দেয়।

    পুলিশের জিজ্ঞাসাবাদের পরে শিশুদের দেওয়া তথ্যানুযায়ী, গত রোববার রাত সাড়ে ১২টার দিকে আখক্ষেত থেকে আরাফাতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ সময় তার মাথায় গুরুতর জখম ছিল। প্রথমে তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আরাফাতের বাবা আকমল মণ্ডল বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

    এ বিষয়ে জানতে চাইলে আরাফাতের বাবা জানান, রোববার দুপুরের পর থেকে আরাফাতের খোঁজ পাচ্ছিলেন না তারা। অনেক খোঁজাখুঁজির পর তিনি থানায় অভিযোগ করেন। আরাফাত প্রতিদিন অভিযুক্তদের সঙ্গে খেলা করত। তাই প্রথমেই তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তারা পুলিশের কাছে ঘটনা খুলে বলে।

    আরাফাতের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তার বাবা বলেন, ‘সে এখনো শঙ্কামুক্ত নয়। মাথায় অনেকগুলো সেলাই দেওয়া হয়েছে। উপর্যপুরি আঘাতে মাথার মগজ বেরিয়ে এসেছে। জ্ঞান ফেরার পর ঠিকভাবে কথা বলতে পারছে না। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া লাগতে পারে। এজন্য চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে।’

    তবে রামেকের ৩০ নম্বর ওয়ার্ডে দায়িত্বরত এক ইন্টার্ন চিকিৎসক বলেন, ‘শিশুটির অবস্থা পুরোপুরি শঙ্কামুক্ত নয়। তার চিকিৎসা অব্যাহত রয়েছে। আশা করছি, রামেক হাসপাতালের চিকিৎসাতেই শিশুটি পরিপূর্ণ সুস্থ্য হয়ে উঠেবে।’ সূত্র : আমাদের সময়

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    রেস

    কুষ্টিয়ায় ১০ মোটরসাইকেল নিয়ে নিজেদের মধ্যে রেস, প্রাণ গেল দুই বন্ধুর

    August 16, 2025
    Pangasius

    বড়শিতে ধরা পড়ল সাড়ে ২৩ কেজির পাঙাশ

    August 16, 2025
    Chatro Dal

    ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

    August 15, 2025
    সর্বশেষ খবর
    অগ্ন্যাশয় ক্যানসার

    ১৮ ঘণ্টায় অগ্ন্যাশয় ক্যানসার শনাক্ত করবে নতুন চীনা প্রযুক্তি

    চালের দাম

    ভারতের বাজারে প্রায় ১৪% বেড়ে গেল চালের দাম

    অ্যাশেজ

    নেইমারের বাসায় বাজছে অ্যাশেজ ব্যান্ডের গান

    রেস

    কুষ্টিয়ায় ১০ মোটরসাইকেল নিয়ে নিজেদের মধ্যে রেস, প্রাণ গেল দুই বন্ধুর

    কোকা-কোলা

    যুক্তরাজ্যে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা হলো কোকা-কোলার ক্যানজাত পানীয়

    পারপ্লেক্সিটি

    চ্যাটজিপিটি নাকি পারপ্লেক্সিটি, কোনটিতে পাওয়া যাবে বেশি সুবিধা!

    দুই তরুণ উপদেষ্টা

    অন্তর্বর্তী সরকারের দুই তরুণ উপদেষ্টার দায়িত্ব ছাড়ার গুঞ্জন

    মাহি

    প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই: মাহি

    বিএনপি

    চাঁদাবাজ-দখলবাজদের বিএনপিতে কোনো ঠাঁই নেই : শামা ওবায়েদ

    ইসলাম

    ভ্রাতৃত্বের বন্ধন অক্ষুণ্ন রাখার শিক্ষা দেয় ইসলাম

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.