স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে গেছে পাকিস্তান। হারলেও দলের ক্রিকেটারদের লড়াইয়ে মুগ্ধ পাকিস্তানের সাবেক গতিদানব শোয়েব আখতার। হতাশ না হয়ে বাবর আজ়মদের মাথা উঁচু করে থাকার বার্তা দিয়েছেন তিনি। সেই সঙ্গে একটি চ্যালেঞ্জও দিয়েছেন তিনি।
আগামী বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ জেতার চ্যালেঞ্জ দিয়েছেন শোয়েব।
পাকিস্তানের হারের পরে নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় শোয়েব বলেন, ‘মাথা উঁচু রাখো। হতাশ হওয়ার কোনো কারণ নেই। তোমরা লড়াই করেছ। আগামী বছর ভারতে বিশ্বকাপ। যদি নায়ক হওয়ার ইচ্ছা থাকে, তাহলে ওয়াংখেড়ে থেকে বিশ্বকাপ জিতে দেশে ফেরো। এটাই তোমাদের চ্যালেঞ্জ। ’
বিশ্বকাপ জিততে একটা উপায়ও বাতলেছেন দিয়েছেন শোয়েব, ‘শুধু নিজেদের ফিটনেসের দিকে নজর রাখো। কঠোর অনুশীলন করো। ঠিক মতো দল নির্বাচন করো। তাহলেই আমরা ভারতে বিশ্বকাপ জিততে পারব। ’
পরিপূর্ণভাবে সুস্থ না হতেই শাহিন শাহ আফ্রিদিকে নামিয়ে দেওয়ায় ক্ষুব্ধ শোয়েব, ‘এই ধরনের ভুলে শাহিনের মতো বোলারের ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। সম্পূর্ণ সুস্থ না হলে কাউকে দলে নেওয়া উচিত নয়। এই নিয়ম চালু করা উচিত। শাহিনকে যখন মাঠে নামানো হয় তখন ও ৭০ শতাংশ সুস্থ ছিল। তার খেসারত দলকে দিতে হল। ’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।