স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলার রায়ান গিগসের বিপদ দিনকে দিন বেড়েই চলছে। আগেই তার বিরুদ্ধে নিপীড়ন, মারধর ও একসঙ্গে ৯ নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক রাখার অভিযোগ করেছিলেন সাবেক বান্ধবী কেট গ্রেভিল। এবার কেটের অভিযোগ, তার সঙ্গে সম্পর্কে থাকাকালীন এক ক্রিকেটারের স্ত্রীর সঙ্গেও শারীরিক সম্পর্ক ছিল গিগসের!
সাবেক ফুটবলারের উদ্দেশে একটি চিঠিতে কেট লিখেছেন, ‘তুমি কথায় কথায় মিথ্যা বলতে। আমি বুঝতে পারতাম।
কিন্তু আমি তোমাকে বিশ্বাস করতে চেয়েছিলাম। কারণ আমি তোমাকে ভালোবাসতাম। তুমি দিনের পর দিন আমাকে ঠকিয়েছ। আমার মতো অনেক মেয়ের সঙ্গে তোমার সম্পর্ক ছিল। আমি তার (ক্রিকেটারের স্ত্রী) বিষয়ে সব জানতাম। সে একজনের স্ত্রী, সেটা জানার পরও তুমি তার সঙ্গে সম্পর্ক রেখেছিলে। খেলতে গিয়ে ওয়াশিংটনে ওর সঙ্গে শারীরিক সম্পর্কও করেছ।’
তবে কোন ক্রিকেটারের স্ত্রী, সে বিষয়ে কেট কিছুই বলেননি। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময়ই গিগসের সঙ্গে প্রেম করতে শুরু করেন কেট। ওই সময় তিনি একটি জনসংযোগ সংস্থায় কাজ করতেন। পরে গিগসের ম্যানেজার হিসেবেও কাজ করেছেন। ৪৮ বছরের সাবেক ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালে ১ নভেম্বর কেট ও তার বোন এমাকে মারধর করেন। সেদিনই কেটের অভিযোগ পেয়ে গিগসের ম্যানচেস্টারের বাড়িতে পুলিশ যায়। সেই ঘটনার পর তাদের সম্পর্ক ভেঙে যায়।
২০১৭ সাল থেকেই গিগসের সঙ্গে কেটের সম্পর্কের অবনতির শুরু। গিগসের বিরুদ্ধে তিনি জোর করে আটকে রাখা, অপমানজনক মন্তব্য করা, হয়রানি করা, খারাপ ব্যবহারসহ বেশ কিছু অভিযোগ করেছেন পুলিশের কাছে। তার অভিযোগের ভিত্তিতে গিগসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি জামিন পান। পুলিশি তদন্তে বারবার অভিযোগ অস্বীকার করেছেন গিগস। গত বছর এপ্রিলে নিম্ন আদালতের শুনানিতে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেন তিনি।
তবে এই কঠিন সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের সমর্থন পেয়েছেন গিগস। আদালতে সাক্ষ্য দিতে গিয়ে ফার্গুসন বলেছেন, গিগসকে তিনি কোনো দিন মাথা গরম করতে দেখেননি। বরং দলের সবাইকে তিনি গিগসের মতো ঠাণ্ডা মাথার ফুটবলার হওয়ার পরামর্শ দিতেন। সবাই গিগসকে দেখে শেখার চেষ্টা করত বলেও জানিয়েছেন ফার্গুসন। তবে আসল সত্যটা যে কী, সেটা তদন্তেই বেরিয়ে আসবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।