স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের ক্রিকেটের এমন অবস্থা হয়েছিলো যে, ক্রিকেটারদের রুটি-রুজিই বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। জিম্বাবুয়ের ওপর আইসিসির নিষেধাজ্ঞা আরোপের পর চলতি বছরের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন সিকান্দার রাজা।
জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার মনে করা হয় রাজাকে। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে দারুণ পারফর্মার ছিলেন তিনি। কিন্তু ক্যারিয়ারটা খুব বড় করতে পারলেন না দেশের ক্রিকেটের দুর্দশায়।
প্রতিভাবান এই ক্রিকেটার এবার তার আরও একটি লুকানো প্রতিভা প্রকাশ করতে যাচ্ছেন সবার সামনে। সিকান্দার রাজা গাইতে পারেন গানও! আর তাই এবার তাকে দেখা যাবে সঙ্গীত জগতে।
৩৩ বছর বয়সী এই পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার তার গানের প্রতিভা দেখাবেন একটি মিউজিক ভিডিওতে। যেখানে তার সঙ্গে থাকছেন জিম্বাবুয়ের ড্যান্সহল সেনসেশন এনজো ইশাল। গানটি প্রকাশিত হবে আজ রোববারই।
রাজা তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, এমন একটি দিন যেখানে খেলার সঙ্গে শিল্পের মেলবন্ধন ঘটছে।
প্রসঙ্গত, ক্রিকেটার থেকে সঙ্গীত জগতে পা দেওয়া সিকান্দার রাজায় প্রথম নয়। এর আগে জিম্বাবুয়ের হেনরি ওলোঙ্গা, ভারতের হরভজন সিং, ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, অস্ট্রেলিয়ার ব্রেট লি এবং শেন ওয়াটসনের মতো ক্রিকেটারও এই জগতে তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।