ক্রিকেটার নাজমুস সাকিবকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। শুরুতে তিনি নিজের পরিচয় গোপন রাখলেও জিজ্ঞাসাবাদের মুখে এক পর্যায়ে পরিচয় প্রকাশ করেন সাকিব। জানান মূল সত্য ঘটনা।
২৮ বছর বয়সী নাজমুস সাকিব ২০১০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। এছাড়াও বাংলাদেশ বিমান, সূর্যতরুণ, ব্রাদার্সের মতো নামিদামি ক্লাবের নিয়মিত খেলোয়াড় ছিলেন এই অফস্পিন অলরাউন্ডার।
গ্রেফতার সাকিবের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সিলেটের ওসমানীনগরে এক যুক্তরাজ্য প্রবাসীকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পরিচয় দেন সাকিব। এক পর্যায়ে ওই প্রবাসীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। সুযোগ বুঝে একদিন ওই প্রবাসীর মোবাইল ফোনটি হাতিয়ে নেন।
এ ঘটনায় সাকিবের বিরুদ্ধে দুই মামলা দায়ের করা হয়।
এদিকে গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে প্রথমে নিজেকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ৩৭তম (বিসিএস) এ উত্তীর্ণ পুলিশ ক্যাডার পরিচয় দেন সাকিব। তিনি দাবি করেন, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা হতে এক বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে সিলেটে এসেছেন।
কিন্তু তার কথাবার্তা পুলিশের কাছে সন্দেহজনক মনে হলে অধিকতর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আসল রহস্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।