স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের তিন ফরম্যাট টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলতে চান তিনি। এমনটিই বলেছেন ‘কাটার মাস্টার’ খ্যাত টাইগার দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান।
সম্প্রতি ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে মুস্তাফিজ বলেন, আমি সব ফরম্যাটেই খেলতে চাই। সেটা কিভাবে তা জানি না। অনেক সময় শরীরের পেরে ওঠার ব্যাপারটাও দেখতে হয়। আমি টেস্ট খেলতে চাই না, কথাটা ঠিক নয়। আমি বিশ্বাস করি যে, একজন ওয়ানডে-টি-২০তে ভালো করলেই তাকে সেরা বোলার হিসেবে দেখা হবে না। সেরা হতে হলে তিন ফরম্যাটেই খেলতে হবে।
তিনি জানান, সংক্ষিপ্ত ফরম্যাটের চাপটা অল্প সময়ের। সেজন্য তিনি ওয়ানডে ও টি-২০ খেলতে পছন্দ করেন। তার মানে এই নয় যে, টেস্ট খেলতে চান না তিনি। আবার চাপ কম বলে ওয়ানডে ও টি-২০ খেলা সহজ এটাও মানেন না সাতক্ষীরার তরুণ এই বাঁ-হাতি পেসার।
তার মতে, ওয়ানডেতে একটা স্পেল খুব খারাপ গেলে আর ফিরে আসার সুযোগ নেই। টেস্টে যেটা খুবই সম্ভব।
কাটার মাস্টার খ্যাত ফিজ বলেন, টেস্টে একটা বোলারের সবসময় ফিরে আসার সুযোগ থাকে। একটা স্পেল খারাপ গেলে আরেকটা স্পেল আছে। প্রথমে পাঁচ ওভারে পঞ্চাশ রান দিলেও পরের স্পেলের পাঁচ ওভারে পাঁচ রানে তিন উইকেট নেওয়া যায়। কিন্তু ওয়ানডেতে নয় ওভার ভালো করে একটা ওভার খারাপ করলে দলে তার বড় প্রভাব পড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।