স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নিল বাংলাদেশের যুবারা। যেকোনো ধরনের ক্রিকেটে এবারই প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হলো টাইগাররা। এর আগে জাতীয় দল হোক বা বয়সভিক্তিক ক্রিকেটেও কখনো বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। তবে এবার রংপুরের সন্তান আকবর আলীর হাত ধরে বিশ্বজয় করেছে বাংলাদেশ।
বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলী বলেন, আমি ভবিষ্যতে ক্রিকেটে আরও ভালো অবদান রাখতে চাই।
তিনি আরও বলেন, আমাদের কোচিং স্টাফ অনেক কষ্ট করেছে। আমাদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচরা আমাদের খুবই উৎসাহ দিয়েছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমার টার্গেট বছর দেড়েকের মধ্যে আরও ভালো কিছু করার। আমি ভবিষ্যত ক্রিকেটে আরও ভালো অবদান রাখতে চাই।
শেষ দিকে ধারাভাষ্যকারের অনুমতি নিয়ে বাংলাদেশি দর্শকদের উদ্দেশে বাংলা ভাষায় বক্তব্য দেন। বাংলাদেশের অগণিত দর্শকদের উদ্দেশে বাংলায় আকবর আলী বলেন, আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা দ্বাদশ খেলোয়াড় হিসেবে আমাদের সঙ্গে ছিলেন।
মেহেদি হাসান মিরাজ পারেননি। ২০১৬ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে শক্তিশালী দল নিয়েও তিনি আটকে যান সেমিফাইনালে। কিন্তু আকবর আলী পেরেছেন। প্রথমবারের মতো বাংলাদেশকে শুধু সেমিতে পৌঁছে দেননি জিতেছেন বিশ্বকাপও। সৃষ্টি করেছেন নতুন ইতিহাস।
‘আকবর দ্য গ্রেট’ মুঘল সম্রাট আকবরের মতো জুনিয়র টাইগারদের অধিনায়ক আকবরও এখন প্রশংসায় ভাসছেন। টাইগার ক্যাপ্টেনের ছবি দিয়ে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে লিখছেন ‘আকবর দ্য গ্রেট’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।