স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের এত বছরের ইতিহাসে জিম্বাবোয়ের প্রথম কোনও ব্যাটার ৩০০ রান করলেন। জিম্বাবোয়ের ঘরোয়া ক্রিকেটে আনতুম নাকভি ৩০০ রান করলেন। ২৪ বছরের এই ব্যাটার ইতিহাস গড়লেন। আন্তর্জাতিক ক্রিকেটে তো নয়ই, ঘরোয়া ক্রিকেটেও এর আগে কখনও জিম্বাবোয়ের কোনও ব্যাটার ট্রিপল সেঞ্চুরি করেননি।
আনতুম খেলেন মিড ওয়েস্ট রাইনোসের হয়ে। লোগান কাপের ম্যাচে হারারেতে মাতাবেলেলেন্ড টাস্কার্সের বিরুদ্ধে ত্রিশতরান করলেন তিনি। শুক্রবার ২৫০ রান করে অপরাজিত ছিলেন আনতুম। শনিবার মধ্যাহ্নভোজের আগেই ৩০০ করেন তিনি।
এই ইনিংসে একাধিক রেকর্ড ভাঙলেন আনতুম। জিম্বাবোয়ের ঘরোয়া ক্রিকেট লোগান কাপে ২৬৫ ছিল সব থেকে বেশি রানের ইনিংস। ২০১৭-১৮ মরসুমে সেফাস ঝুয়ায়ো সেই রান করেছিলেন। জিম্বাবোয়ের ঘরোয়া ক্রিকেটে সব থেকে বেশি রান করেছিলেন রে গ্রিপার। তিনি কিউরি কাপে সেই ইনিংস খেলেছিলেন। গ্রিপারের রেকর্ডও ভেঙে দেন আনতুম।
জিম্বাবোয়ের মাটিতে সব থেকে বেশি রানের ইনিংসটি খেলেছিলেন নিউ জ়িল্যান্ডের মার্ক রিচার্ডসন। তিনি ৩০৬ রান করেছিলেন। আনতুম হয়তো সেই রান টপকে যেতে পারতেন। কিন্তু তিনি ৩০০ রানে পৌঁছতেই ডিক্লেয়ার করে দেয় তাঁর দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।