ক্রিকেট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার এখন সাকিব

সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : বোলিংয়ে আগের ধারটা যেন হারিয়ে যেতে বসেছিল সাকিব আল হাসানের। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ বোলিয়ে দিলেন ছন্দে ফেরার আভাস। ঐতিহাসিক ম্যাচ জয়ের সাথে এই অলরাউন্ডারের হাতে ধরা দিল দারুণ এক রেকর্ডও। আন্তর্জাতিক ক্রিকেটে সফলতম বাঁহাতি স্পিনার এখন তিনিই।

সাকিব আল হাসান

পাকিস্তানের বিপক্ষে রবিবার ১০ উইকেটের জয় পায় বাংলাদেশ। টেস্টে দেশটির বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় এটি। যেখানে দ্বিতীয় ইনিংসে ১৭ ওভারে ৪৪ রানে ৩ উইকেট নেন সাকিব। ছাড়িয়ে যান ভেটোরিকে।

বাঁহাতি স্পিনার হিসেবে সব সংস্করণ মিলিয়ে ৭০৫ উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ভেটোরি। সাকিব রাওয়ালপিন্ডি টেস্ট শুরু করেন ৭০৩ উইকেট নিয়ে। প্রথম ইনিংসে ২৭ ওভারে ১০০ রান দিয়ে নিতে পারেন ১ উইকেট।

শেষ দিন সাউদ শাকিলকে শিকারে পরিণত করে স্পর্শ করেন ভেটোরির রেকর্ড। আব্দুল্লাহ শফিককে তুলে নিয়ে ছাড়িয়ে যান নিউজিল্যান্ড কিংবদন্তিকে। পরে নাসিম শাহয়ের উইকেট তুলে নিয়ে ওঠেন আরেকটু উঁচুতে।

ভেটোরি ৭০৫ উইকেট শিকার করেন ৪৯৮ ইনিংসে। সাকিব তাকে ছাড়িয়ে গেলেন ৪৮২ ইনিংস খেলে।

এর মধ্যে টেস্টে সাকিবের উইকেট ২৪১টি, ওয়ানডেতে ৩১৭টি আর টি-টোয়েন্টিতে ১৪৯টি।

বাঁহাতি স্পিনারদের মধ্যে সাকিব ও ভেটোরি ছাড়া ৬০০ উইকেটও নেই আর কারও। ৫৬৮ উইকেট নিয়ে তিনে রবীন্দ্র জাদেজা, ৫২৫ উইকেট নিয়ে চারে রাঙ্গানা হেরাথ। পাঁচে থাকা সানাৎ জায়াসুরিয়ার উইকেট ৪৪০টি।

সাকিবকে ‘নির্দোষ’ ঘোষণা করে যা বললেন বিজয়

পেস-স্পিন মিলিয়ে বাঁহাতি বোলারদের মধ্যে সাকিব আছেন এখন তিনে। ৯১৬ উইকেট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে ওয়াসিম আকরাম। ৭৬১ উইকেট নিয়ে সাকিবের ওপরে আছে চামিন্দা ভাস।