অনন্য আরো একটি রেকর্ডে নাম লেখালেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৩৫০ নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। সেই সাথে ৪৫০০+ রান ও ৩৫০+ উইকেট নেওয়ার এলিট ক্লাবে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নাম লেখালেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
১ উইকেট দুরে থাকতে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামেন সাকিব। ইনিংসের ১৩তম ওভারে বোলিংয়ে এসে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে এলবিডব্লুর ফাঁদে ফেলে ৩৫০তম উইকেট শিকার করেন সাকিব।
বাঁহাতি এই অলরাউন্ডারের আগে টি-টোয়েন্টিতে ৩৫০ উইকেট লাভের কীর্তি অর্জন করেছেন মাত্র তিনজন। ডোয়াইন ব্রাভো, লাসিথ মালিঙ্গার পর এই এলিট ক্লাবে নাম লিখিয়েছেন সুনীল নারাইন। চতুর্থ বোলার হিসেবে এ রেকর্ডে নাম লেখালেন সাকিব।
অন্যদিকে টি-টোয়েন্টিতে ৪,৫০০ বা এরচেয়ে বেশি রান ও ৩৫০ উইকেটের ডাবল পূর্ণের রেকর্ড রয়েছে একমাত্র ব্রাভোর দখলে। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই ডাবল পূর্ণ করলেন সাকিব। তবে ব্রাভোর চাইতে কম ম্যাচ খেলে দ্রুততমের রেকর্ডটা নিজের করে নিয়েছেন সাকিব।
বর্তমানে টি-টোয়েন্টিতে শীর্ষ উইকেট শিকারিদের তালিকার ৩৫০ উইকেট নিয়ে চতুর্থস্থানে রয়েছেন সাকিব। ৩০১ ম্যাচ থেকে উইকেটগুলো শিকার করেছেন তিনি। ব্যাট হাতে ২৭৪ ইনিংস থেকে ৪,৭৮৯ রানও রয়েছে এ অলরাউন্ডারের সংগ্রহে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।