Advertisement
স্পোর্টস ডেস্ক: ভারতীয় ওপেনার রোহিত শর্মা বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন একের পর এক রেকর্ড ভেঙ্গে যাচ্ছেন তিনি। আজ শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছিল ভারত। সেই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
৮ ম্যাচ খেলে ৬৪৭ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে গেছেন তিনি। সেই সঙ্গে সেঞ্চুরি করে বিরল এক রেকর্ড গড়েছেন রোহিত। বিশ্বকাপের এক আসরে প্রথম ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত।
এর আগে বিশ্বকাপের এক আসরে চারটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লঙ্কান কিংবদন্তির কুমার সাঙ্গাকারা। সেই সঙ্গে বিশ্বকাপে মোট ছয়টি সেঞ্চুরি নিয়ে ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের রেকর্ডে ভাগ বসিয়েছেন রোহিত। আরেকটি সেঞ্চুরি করতে পারলে শচীনকেও ছাড়িয়ে যাবেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।