স্পোর্টস ডেস্ক: অনেকেই ধারণা করেছিলেন ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ শেষে অবসর নেবেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। এর এক বছর হয়ে গেলেও ক্রিকেট থেকে অবসর নেওয়ার নাম নেননি তিনি। আর এ নিয়ে বারবার সংবাদ মাধ্যমের প্রশ্নে বিব্রত শোয়েব।
৩৮ বছর বয়সী শোয়েব মালিক জানালেন, ক্রিকেট থেকে এখনই নির্বাসনে যাওয়ার কোনও ইচ্ছা তার নেই। ক্রিকেটকে দেয়ার মত আরও কিছু আছে তার কাছে। নিজের অর্জনও রয়ে গেছে ঢের। তাই অবসর নয়, তার ভাবনায় এখন ক্যারিয়ার আরও কিভাবে সামনের দিকে টেনে নিয়ে যাওয়া যায়।
তবে ক্রিকেট অধ্যায় তো একদিন শেষ করতেই হবে। সেক্ষেত্রে কী করবেন? এমন প্রশ্নের জবাবে এই বর্ষীয়ান অলরাউন্ডার জানান, মিডিয়ায় কাজ করতে চান মালিক। পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম পাক প্যাশনকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
মালিক জানিয়েছেন, এখনও অবসরের ব্যাপারে কিছু ভাবেননি। তবে খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর তার ইচ্ছা মিডিয়া জগতে কাজ করার। সেটা অবশ্যই খেলার সঙ্গে জড়িত বিষয়েই।
মালিক বলেন, এখন আমি অন্য যেকোন সময়ের চেয়ে বেশি ফিট। এখনও আমার মধ্যে ক্রিকেট খেলার ক্ষুধা ও তাড়না রয়েছে। অবসরের আগে কিছু লক্ষ্যপূরণ করা বাকি রয়েছে আমার। তবে আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ হওয়ার পর মিডিয়ায় কাজ করতেই পছন্দ করব। হয়তো আমার নিজের কোন অনুষ্ঠান থাকবে এবং ধারাভাষ্য ও স্টুডিওতে কাজ করব।
প্রসঙ্গত, ২১ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া শোয়েব এখন পর্যন্ত ২৮৭ ওয়ানডে খেলে ৭৫৩৪ রান করেছেন। উইকেট নিয়েছেন ১৫৮ টি। আর টেস্ট খেলেছেন ৩৫ টি। রান করেছেন ১৮৯৮, উইকেট ৩২ টি। টি-টোয়েন্টিতে ১১৩ ম্যাচ খেলে রান করেছেন ২৩২১, উইকেট নিয়েছেন ২৮ টি।
সূত্র : পাক প্যাশন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।