স্পোর্টস ডেস্ক : বড় বোন বিখ্যাত টেনিস তারকা সানিয়া মির্জা বিয়ে করেছেন পাকিস্তানের সাবেক তারকা অল-রাউন্ডার শোয়েব মালিককে। এবার ছোট বোন অনম মির্জাও বিয়ে করছেন বিখ্যাত ক্রিকেট পরিবারে। সাবেক ভারতীয় ক্রিকেটার আজহারউদ্দিনের ছেলে আসাদউদ্দিনের সঙ্গেই বিয়ে হতে চলেছে আনমের। আজহারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতের শীর্ষ কিছু গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। খুব দ্রুতই নাকি এই বিয়ে হতে যাচ্ছে।
বহুদিন ধরেই শোনা যাচ্ছিল আসাদ-আনম ডেট করছেন। কিন্তু প্রকাশ্যে কেউই কোনোদিন কিছুই স্বীকার করেননি। কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন আনম। ছবিতে দেখা গিয়েছিল, কালো-সাদা ড্রেসে লজ্জা রাঙা মুখ করে বসে আছেন তিনি।পেছনে লেখা রয়েছে, ‘ব্রাইড টু বি’। সেই সময়েই সোশ্যাল সাইটে গুঞ্জন শুরু হয়েছিল যে, আবার কি তবে মির্জা পরিবারে বিয়ের সানাই বাজতে চলেছে?
শুধু মির্জা পরিবারেই বা কেন? সানাই কি বাজল তবে সাবেক ভারত অধিনায়কের বাড়িতেও বেজে উঠবে। দুনিয়া আবারও সাক্ষী হতে চলছে আর এক বিগ ফ্যাট ওয়েডিংয়ের। এর আগে ২০১৬ সালের ১৮ নভেম্বর হায়দরাবাদের ফলকনামা প্রাসাদে আকবর রশিদকে বিয়ে করেন আনম। কিন্তু তাদের সেই বিয়ে খুব বেশি দিন টেকেনি। বছর দুই পরেই বিচ্ছেদ হয়ে যায়। এবার বোনের মতো আনমও ক্রিকেট পরিবারের সদস্য হতে যাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।