এবারের ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের ম্যাচ দর্শকরা সহজে ভুলতে পারবে না। কেননা এ ম্যাচ জমজমাট হয়েছিল এবং সবকিছুকে ছাড়িয়ে আম্পায়ার্স কল বিতর্ক সামনে চলে আসে। দক্ষিণ আফ্রিকার সামসি যখন ব্যাট করছিলেন তখন রউফের বল প্যাডে হিট করে। কিন্তু আম্পায়ার্স কল এর বদৌলতে দক্ষিণ আফ্রিকা বেঁচে যায়।
অথচ সেটি আম্পায়ার আউট দিলে পাকিস্তান মূল্যবান দুইটি পয়েন্ট পেয়ে যেতে পারত। ভারতের সাবেক জনপ্রিয় ক্রিকেটার হরভজন সিং মনে করেন যে, বাজে আম্পায়ারিং এর কারণেই পাকিস্তান পরাজিত হয়েছিল। আম্পায়ার্স কল বিতর্কে ভারতের ক্রিকেটাররা পাকিস্তানকে সমর্থন করছেন।
ভারতের আরেক ক্রিকেটার গৌতম গম্ভীর মনে করেন যে, যুক্তির বিচার এটি আউট ছিল। বিশ্বকাপের আগেও আম্পায়ার্স কল নিয়ে অনেক সমালোচনা হয়েছে। ২০০৮ সালে ডিআরএস সিস্টেম চালু করার পর এটি অনেক সংশোধনের মধ্যে দিয়ে গেছে।
২০২১ সালে উইকেট জোন ছিল স্টাম্পের ভেতরের অংশ। এখন বাইরের অংশ অ্যালবিডব্লিউ আউট এর ক্ষেত্রে কাউন্ট করা হচ্ছে। তবে সেক্ষেত্রে আউট হওয়ার জন্য উইকেট জোনের মধ্যে বলের ৫০ শতাংশ থাকতে হবে। বলের 50% এর বেশি যদি উইকেট জোনের ভেতরে থাকে তাহলে রিভিউ নিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ আছে।
যদি সেটি না হয় তাহলে আম্পায়ার যে সিদ্ধান্ত দিবেন সেটি বাধ্য হয়ে গ্রহণ করতে হবে। যদি আম্পায়ার বলে আউট তাহলে ব্যাটসম্যানকে মেনে নিতে হবে। যদি আম্পায়ার বলে নট আউট তাহলে সে সিদ্ধান্ত পরিবর্তন হবে না।
সামসি যখন উইকেটে ছিলো তখন দক্ষিণ আফ্রিকার নয় উইকেট পড়ে যায়। রউফ এর ওই বল পঞ্চাশ শতাংশের কম হিট করেছিল। এজন্য আম্পায়ার আউট দেননি। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম রিভিউ নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করতে ব্যর্থ হয়েছেন।
আম্পায়ার এর সিদ্ধান্তে বিশ্বজুড়ে পাকিস্তানের সমর্থকরা হতাশা প্রকাশ করেছেন। বির্তকের মূল অংশ হচ্ছে বর্তমানে ক্যামেরা এতটা শক্তিশালী হওয়া সত্ত্বেও কেন তার শতভাগ ব্যবহার সম্ভব হয় না। আবার বলা হচ্ছে যদি এখানে আম্পায়ারের কোন ভূমিকা না থাকে তাহলে তার প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়।
অ্যালবিডব্লিউ এর ক্ষেত্রে বলের স্পিন, সুইং এবং বাতাসের বিষয় বিবেচনা করা হয়। তবে বলের গতিপথ সব সময় এক থাকে না বলেই টেকনোলজি এখানে শতভাগ কাজ করতে পারে না। এজন্য আম্পায়ার খালি চোখে যা দেখেন তারা প্রতি সম্মান রাখা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।