স্পোর্টস ডেস্ক : টি-২০ বিশ্বকাপের অষ্টম আসরের সূচনা হলো অঘটন দিয়ে। এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করলো আইসিসির সহযোগী সদস্য নামিবিয়া।
আর তাদের এমন জয়ে বিস্মিত পুরো ক্রিকেট বিশ্ব। নামিবিয়ার এমন জয়ের পর টুইট করে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব ক্রিকেটের অনেক রথীমহারথীরা।
ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার টুইট করে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। টুইটে ইংরেজি ও হিন্দি ভাষায় তিনি লেখেন, ‘ক্রিকেট–বিশ্বকে আজ বলে দিল নামিবিয়া! নামটা মনে রেখো।
জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার ইয়ান বিশপ টুইটে লিখেছেন, আইসিসি ২০২২ টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত শুরু, গেরহার্ড এরাসমাসের নামিবিয়ার উঠে আসার এ পথ পর্যন্ত সবচেয়ে বড় অর্জন। দুর্দান্ত।’
অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত নেদারল্যান্ডসের সাবেক ব্যাটসম্যান বেন টুইটে লেখেন, ‘কী দুর্দান্ত পারফরম্যান্স নামিবিয়ার! “সহযোগী” এবং পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে যে এখন আর পার্থক্য নেই, তা বুঝিয়ে দিয়েছে।
ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর লিখেছেন, ‘মাথা নত শ্রদ্ধা নাও নামিবিয়া।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।