বিশাখাপত্নমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে এগিয়ে রয়েছে স্বাগতিক ভারত। সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল বিশাল সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দেয় কোহলিরা। ম্যাচটিতে কুলদীপ যাদবের হ্যাটট্রিক রেকর্ডের পাশাপাশি আরেকটি রেকর্ড হয়। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম কোনো ম্যাচে দুই অধিনায়ক গোল্ডেন ডাকের ইতিহাস গড়েন।
গতকাল বিশাখাপত্নমে দু’দলের ব্যাটসম্যানরা মিলে মোট ৬৬৭ রান তোলেন। কিন্তু মুদ্রার ওপর পিঠও দেখা গেছে। দু’দলের অধিনায়কই এদিন গোল্ডেন ডাক বা প্রথম বলেই বিদায় নিয়েছেন। যা ৪৮ বছরের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথমবার দেখল বিশ্ব।
ম্যাচটিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি কাইরন পোলার্ডের প্রথম বলেই শূন্য রানে বিদায় নেন। পরে এই ক্যারিবিয়ান দলনেতা পোলার্ডই আবার নিজের ইনিংসে মোহাম্মদ শামির প্রথম বলে আউট হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


