সঙ্গীতের ভুবনে অসংখ্য অবদান রেখে চলা ক্রিস কোরনেল একাধারে ছিলেন গায়ক, গীতিকার, গিটারবাদক এবং বিখ্যাত গ্রাঞ্জ ব্যান্ড সাউন্ডগার্ডেনের প্রতিষ্ঠাতা। ছোটবেলা থেকেই ক্রিস গানের প্রতি আগ্রহী ছিলেন। ছোট থেকেই তিনি পিয়ানো এবং গিটারে অনুশীলন করতেন। সেখান থেকেই তার প্রতিভা ফুটে ওঠে। একবার এক প্রতিবেশীর বেসমেন্টে তিনি বিটলসের অ্যালবাম কালেকশন ফেলে রাখা অবস্থায় খুঁজে পান। সেই কালেকশনের গানগুলো শুনেই নিজের ছোটবেলা পার করেছিলেন ক্রিস কোরনেল।
ক্রিস, তার সাথী হিরো এবং কিম মিলে ১৯৮৪ সালে গঠন করেন ব্যান্ডদল ‘সাউন্ডগার্ডেন’। মাত্র কয়েক বছরের মধ্যেই ক্রিস এবং তার সহযোগীরা জানান দেন, সঙ্গীতজগতে তারা নতুন পরিবর্তন করতে এসেছেন। যে পরিবর্তন কিছু সময় পর রূপ নেয় গ্রাঞ্জ-রক হিসেবে।
১৯৮৮ সালে সাউন্ডগার্ডেন তাদের প্রথম স্টুডিও অ্যালবামের কাজ শুরু করে। নিজের সঙ্গীতজীবনের প্রথম অ্যালবামেই ক্রিস কোরনেল তার গায়কীর প্রতিভা তুলে ধরেন। এ সকল বিষয় সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে। তৃতীয় অ্যালবামের প্রায় তিন বছর পর সাউন্ডগার্ডেন মুক্তি দেয় তাদের যুগান্তকারী চতুর্থ অ্যালবাম ‘সুপার আননোউন’।
আর এই অ্যালবামটির মাধ্যমেই সাউন্ডগার্ডেন দেখা পায় তাদের কাঙ্ক্ষিত সফলতার। ‘সুপার আননোউন’ এখন পর্যন্ত সাউন্ডগার্ডেনের সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম। অ্যালবামটি বিলবোর্ড টপচার্টে শীর্ষস্থান অর্জন করতে সক্ষম হয় এবং শুধুমাত্র প্রথম সপ্তাহেই তিন লাখেরও বেশি কপি বিক্রি করে।
এছাড়াও অ্যালবামটিতে ক্রিস গানের ধারা অনুযায়ী তার কণ্ঠের বৈচিত্র্যময় রূপ প্রকাশ করেন। কখনো তিনি গানের মধ্যে সুরের সাথে খুব ভারি গলায় গান গাচ্ছিলেন, আবার কখনো মৃদু কণ্ঠে গানের মধ্যে একধরনের হতাশা প্রকাশ করছিলেন। ঙ্গীতজগতের পাশাপাশি ক্রিস সিনেমার জন্য বেশ কিছু সাউন্ডট্র্যাক নিয়েও কাজ করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ২০০০ সালের ‘মিশন ইম্পসিবল-২’ সিনেমার ‘মিশন ২০০০’ শিরোনামের গানটি।
২০১৭ সালের মে মাসে সাউন্ডগার্ডেনের সাথে একটি কনসার্ট শেষ করার পর আত্মহত্যা করেন ক্রিস। সঙ্গীতজগত হারায় অনন্য এক প্রতিভাশালী গায়ককে। সঙ্গীতজগত ছাড়াও হলিউডেও নেমে আসে শোকের ছায়া। নিজের জীবনে হতাশা এবং উদাসীনতা থাকলেও গানের মাধ্যমে চেষ্টা করেছেন সেগুলোকে মুছে ফেলতে। তাই হয়তো একটি গানের মধ্যে বলেছিলেন, ক্রিস হয়তো এখন আর বেঁচে নেই, কিন্তু তার গান সবসময় অনুপ্রাণিত করবে রক সঙ্গীতের প্রতিটি ক্ষেত্রকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।