আর্জেন্টিনার ছত্রিশ বছরের অপেক্ষা আর মেসির আজন্মলালিত স্বপ্ন, দুটো অপূর্ণতাই পূর্ণতা পেলো আঠারো ডিসেম্বর রাতে। কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের নির্ধারিত সময়ে ৩-৩ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে পরাজিত করে আকাশি-সাদা জার্সিতে তৃতীয় তারকা যুক্ত করলেন লিওনেল স্কালোনির শিষ্যরা।
কারো মতে পেলে ফুটবলের রাজা, কারো মতে তিনি অবিসংবাদিত সম্রাট। তবে যিনি যে নামেই ডাকুন না কেন, ‘কালো মানিক’ হিসেবে খ্যাত পেলেকে হারানোটা ধাক্কা হয়েই এসেছে সবার কাছে। ৮২ বছর বয়সে অনন্তলোকের পথে পা বাড়নো পেলে অসুস্থ ছিলেন অনেক দিন ধরেই, তবুও তার বিদায়ে ম্যূহমান হয়েছে ফুটবলবিশ্ব।
২০২১ সাল পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব ছিল মাত্র একটা দলের, ওয়েস্ট ইন্ডিজ। ২০২২-এ এসে সেই গৌরবে ভাগ বসাল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরল জস বাটলারের দলটি।
সেমিফাইনালে রোহিত শর্মার ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছিল ‘তিন সিংহ’রা। ফাইনালে বেন স্টোকসের অপরাজিত ৫২ রানের ইনিংসে ভর করে পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৩৮ রানের লক্ষ্য পেরিয়ে যায় তারা।
ছয় বছর পরে এসে, আরেক টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে, সব আলো নিজের দিকে টেনে নিলেন স্টোকস। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন স্যাম কারেন।
শিরোপা সংখ্যায় ইউরোপের সর্বকালের সেরা দল তারাই, তবে রিয়াল মাদ্রিদের এবারের শিরোপাটা নিশ্চিতভাবেই বিশেষ হয়ে থাকবে ভক্ত-সমর্থকদের কাছে। ‘প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প’ বলতে যা বোঝায়, সেটার পুরোপুরি প্রয়োগ করেই চৌদ্দতমবারের মতো শিরোপা ঘরে তুলল মাদ্রিদের অভিজাতরা।
রিয়ালের জন্য যাত্রাটা এর চেয়ে কঠিন আর রোমাঞ্চকর হতে পারত না। এরপর ফাইনালে লিভারপুলকে ১-০ গোলে পরাজিত করে আরেকবার ইউরোপের বুকে মাদ্রিদ-সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে তারা।
২০২২ ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের বিশেষ একটা বছর। ‘২১-‘২২ মৌসুম শেষ করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বোচ্চ গোলসংগ্রাহক হিসেবে। বয়স সাঁইত্রিশ হয়ে গেলেও রোনালদোর এখনই ইউরোপ ছাড়ার কথা হয়তো তার ভক্তরাও ভাবেননি। কিছুটা অপ্রত্যাশিতভাবেই সব শেষে সৌদি আরবের ক্লাব আল নাসেরের সাথে চুক্তি করে রোনালদো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।