স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের এই কঠিন সময়ে খেলাধুলা বন্ধ থাকায় আর্থিক সংকটে পরেছেন ক্রীড়াবিদরা। পাঁচ শতাধিক অসহায় ক্রীড়াবিদকে প্রায় ৫০ লাখ টাকার অনুদান দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মঙ্গলবার আরও একশ’ ক্রীড়াবিদকে অনুদান দেবে মন্ত্রণালয়।
গত ২০ মে বাংলাদেশ ক্রীড়াবিদের প্রত্যেকের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। মঙ্গলবার আরও একশ’জন ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা দেয়া হবে। এদের মধ্যে বাছাই করা ২০ জন শুটারও পাবেন এ সহায়তা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহায়তায় ২৪ ফেডারেশনের প্রায় ৫০১ জন ক্রীড়াবিদ প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেয়া হয়। ওই সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একশ’জন ফুটবলারকে ১০ লাখ টাকা দেয়া হয়।
এ ছাড়া ৫০ জন হকি খেলোয়াড় এবং রোলার স্কেটিং, বক্সিং, রাগবি, মার্শাল আর্ট কনফেডারেশন, বধির স্পোর্টস ফেডারেশন ও টেনিস ফেডারেশনসহ বাকি ২২ ফেডারেশনের ১০ জন করে ক্রীড়াবিদের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।