স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডকে ৬৬ রানে হারিয়ে ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে শুভসূচনা করল বিরাট কোহলির দল। তবে ভারতের জয় ছাপিয়ে এদিন আলোচনায় ক্রুণাল পান্ডিয়ার কান্না। যে দৃশ্যটি দাগ কেটেছে কোটি ক্রিকেটপ্রেমীর মনে।
অভিষেক ম্যাচে খেলতে নেমে ৩১ বলে ৫৮ রান করে অপরাজিত ছিলেন ক্রুণাল। সদ্য পিতৃবিয়োগের পর ভারতের জার্সি গায় প্রথম বার খেলতে নেমেছিলেন তিনি। সেই ম্যাচে তাঁর সাফল্য মন ছুঁয়ে গেল সমর্থকদের। তবে তিনি যে খুঁজলেন বাবাকেই। একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচে দ্রুততম অর্ধ শতরানের রেকর্ডও গড়লেন ক্রুণাল। ২৬ বলে পঞ্চাশ করে ভারতের জয়ে বড় অবদান আভিষিক্ত ক্রুণালের।
ভারতের ইনিংস শেষে টিভি ক্যামেরার সামনে কথাই বলতে পারলেন না তিনি। হাতের ইশারায় বুঝিয়ে দিলেন পরে কথা বলবেন। কিছু বলতে গেলেই কেঁদে ফেলছিলেন তিনি। চোখে মুখে উত্তেজনার ছাপ। আবেগ যেন গ্রাস করেছে তখন ক্রুণালকে।
ভাই হার্দিক পান্ডিয়ার হাত থেকে অভিষেক ক্যাপ নিয়ে ম্যাচ শুরুর আগেই তাঁর চোখে জল দেখা গিয়েছিল। হার্দিককে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায় তাঁকে। হার্দিক সব ধরনের ক্রিকেটে ভারতের হয়ে খেললেও, তা এখনও সম্ভব হয়নি ক্রুণালের পক্ষে। টি২০ ক্রিকেটেই এত দিন দেখা যেত দুই ভাইকে। এবার ওয়ানডেতেও দেখা গেল পান্ডিয়া ভাইদের।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ভারত জিতেছে ৬৬ রানে। পুনেতে স্বাগতিকদের নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে করা ৩১৭ রানের জবাবে ইংল্যান্ড ৪২.১ ওভারে অলআউট হয়েছে ২৫১ রানে। ম্যাচসেরা হয়েছেন ৯৮ রান করা শিখর ধাওয়ান। এরপরও পুনের ওয়ানডেতে ক্রুনালের বুকের ভেতর দলা পাকানো কষ্টে আটকে যাওয়া কণ্ঠ কাঁদিয়েছে অনেকের মন।
গত জানুয়ারিতে মারা গেছেন হার্দিক ও ক্রুনালের বাবা। অভিষেকে ৩১ বলে হার না মানা ৫৮ রানের ইনিংসটি বাবাকে উৎসর্গ করেছেন ক্রুনাল। ইনিংস বিরতির সময় মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে এই অলরাউন্ডার ‘এটা আমার বাবার জন্য’- কথাটা বলেই আর কিছু বলতে পারেননি। হাতের ইশারার বুঝিয়ে দিয়েছেন আর কিছু বলার শক্তি নেই তার। কান্না লুকিয়ে মাথা নিচু করে আবার কিছু বলার চেষ্টা করেও পারেননি। বুকের ভেতর কী যন্ত্রণার ঢেউ উঠেছে, সেটা বাইরে থেকে বুঝে নেওয়া যায় স্পষ্ট। খানিক পর ছোট ভাই হার্দিককে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি।
৩১ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ক্রুনালের খেলা অপরাজিত ৫৮ রান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ভারতের স্কোর ৩০০ ছাড়ানোর পথে। তার সঙ্গে ৪৩ বলে ৪ বাউন্ডারি ও ৪ ছক্কায় লোকেশ রাহুল অপরাজিত ছিলেন ৬২ রানে। এর আগে হাফসেঞ্চুরি পেয়েছিলেন বিরাট কোহলিও, ৬০ বলে ৬ বাউন্ডারিতে করেন ৫৬ রান। তবে আফসোসে পুড়েছেন ধাওয়ান, মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। ১০৬ বলের ইনিংসটি বাঁহাতি ওপেনার সাজান ১১ চার ও ২ ছক্কায়।
ইংল্যান্ডের সবচেয়ে সফল বো্লার বেন স্টোকস, ৩৪ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। ২ উইকেট নিয়েছেন আরেক পেসার মার্ক উড।
৩১৮ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে দু্র্দান্ত শুরু পায় ইংল্যান্ড। ১৪.১ ওভারে কোনও উইকেট না হারিয়ে স্কোরে ১৩৫ রান যোগ করে জয়ের ভিত পেয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু ৪৬ রান করে জেসন রয় ফিরে যাওয়ার পর বদলে যায় ম্যাচের দৃশ্যপট। স্টোকস (১) ফিরে যান দ্রুত। এরপর দুর্দান্ত খেলতে থাকা জনি বেয়ারস্টোর বিদায়ে এলোমেলো ইংলিশরা। বেয়ারস্টো আউট হয়েছেন ৯৪ রানে। ৬৬ বলে ৬ বাউন্ডারি ও ৭ ছক্কায় ঝড় তুলেছিলেন তিনি।
ইয়োন মরগান (২২), জস বাটলার (২), স্যাম বিলিংস (১৮) ও মঈন আলী (৩০) নিজেদের প্রমাণ করতে না পারায় সহজ জয় নিশ্চিত করেছে ভারত। তাতে তিন ম্যাচের সিরিজ ১-০তে এগিয়ে গেছে স্বাগতিকরা।
This is all heart 💙🫂
A teary moment for ODI debutant @krunalpandya24 post his brilliant quick-fire half-century💥💥@hardikpandya7 #TeamIndia #INDvENG @Paytm pic.twitter.com/w3x8pj18CD
— BCCI (@BCCI) March 23, 2021
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।