Close Menu
iNews Global Insight
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
iNews Global Insight
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
iNews Global Insight
Home ক্রেতারা যোগাযোগ শুরু করেছে : বিজিএমইএ
অর্থনীতি-ব্যবসা

ক্রেতারা যোগাযোগ শুরু করেছে : বিজিএমইএ

Shamim RezaMarch 27, 20203 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, করোনার প্রাদুর্ভাবে বিপর্যয়ের মুখে পড়া তৈরি পোশাকখাতকে সহযোগিতার আহ্বানে সাড়া দিতে শুরু করেছে ক্রেতারা৷ খবর ডয়চে ভেলের।

‘‘ব্র্যান্ডগুলো যোগাযোগ করতে শুরু করেছে,” ডয়চে ভেলেকে জানিয়েছেন বিজিএমইএর সভাপতি রুবানা হক৷ তিনি বলেন, ‘‘আমরা কিছু প্রস্তাব পাঠিয়েছি৷”

এর আগে গত কিছুদিন ধরে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে একের পর এক অর্ডার বাতিল হতে থাকে৷ বিজিএমইএর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৯৩৬টি কারখানার অর্ডার বাতিল হতে থাকে, টাকার অঙ্কে যার পরিমাণ ২.৫৮ বিলিয়ন ডলার বা প্রায় ২০ হাজার কোটি টাকা৷

এ অবস্থায় বিজিএমইএর সভাপতি রুবানা হক আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর কাছে খোলাখুলিভাবে আবেদন জানান৷ তিনি বলেন, এ রকম সংকটময় পরিস্থিতিতে ব্র্যান্ডগুলো যদি হাত তুলে নেয়, তাহলে এই শিল্পের সঙ্গে জড়িত প্রায় ৪১ লাখ শ্রমিককে না খেয়ে মরতে হবে৷

তিনি অভিযোগ করেন, অনেক কোম্পানি এরইমধ্যে অর্ডার করা পণ্য তৈরির মাঝামাঝি থাকা অবস্থায়, তৈরি হয়ে যাবার পর এমনকি তৈরি পণ্য পাঠিয়ে দেবার পরও অর্ডার বাতিল হয়েছে, যেটা অনুচিত৷

তিনি এ অবস্থার উত্তরণে কিছু প্রস্তাব তুলে ধরেন৷ সেসব প্রস্তাবের প্রেক্ষিতে এরই মধ্যে অনেকে যোগাযোগ করেছে বলে জানান তিনি৷

বিজিএমইএর প্রস্তাব

বিজিএমইএ পাঁচ দফা প্রস্তাব দিয়েছে ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে৷ প্রথমত, আগে অর্ডার করা যেসব পণ্য এরই মধ্যে উৎপাদনে চলে গেছে কিংবা উৎপাদিত হয়ে সরবরাহের অপেক্ষায় আছে, সব পণ্যের মূল্য সাধারণ নিয়মে পরিশোধ নিতে হবে৷ দ্বিতীয়ত, যদি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে আনকাট ফেব্রিক থাকে, তাহলে হয় এর শিপমেন্ট নিতে হবে, অথবা এর ‘কাট অ্যান্ড মেক’ বা শ্রমের খরচটুকু দিতে হবে, যেন শ্রমিকদের বেতন দেয়া যায়৷ তৃতীয়ত, অব্যবহৃত ফেব্রিকের দাম পরিশোধের ক্ষেত্রে ১৭০ দিন সময় নিতে পারে ক্রেতারা৷ চতুর্থত, ক্রেতা চাইলে উৎপাদনকারী বা বিক্রেতা এই পণ্য আপাতত মজুদ করেও রাখতে পারে, কিন্তু তা উৎপাদন এলাকা ছাড়লেই সরবরাহকৃত বলে বিবেচিত হবে৷ পঞ্চমত, যদি কোনো বিশেষ কারণে শিপমেন্ট বাতিল হয় তাহলে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে৷

জার্মানির কাছ থেকে ইতিবাচক সাড়া

বিজিএমইএ জার্মানির উন্নয়ন সহযোগী মন্ত্রী গার্ড ম্যুলারের কাছেও সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছিল৷ জবাবে ম্যুলার বলেন, যেহেতু এত লোক এই খাতে কাজ করেন, তাই বাংলাদেশের পোশাক শিল্প ও এর সঙ্গে জড়িতদের সহযোগিতার একটি উপায় বের করা হবে৷

‘‘আমরা জার্মান মন্ত্রীর কাছে বলেছি যেন জার্মান ব্র্যান্ডগুলো তাদের অর্ডার বাতিল না করে, সে ব্যাপারে সহযোগিতা করতে,” ডয়চে ভেলেকে বলেন রুবানা৷ ‘‘কোভিড পরবর্তী সময়ে আমাদের ঘুরে দাঁড়াবার সময়টুকুতেও তারা যেন আমাদের পাশে থাকেন, সেটি বলেছি৷”

রুবানা জানান, বাংলাদেশের পোশাক খাতের সবচেয়ে বড় আমদানিকারক হলো জার্মানি৷ মোট রপ্তানির ১৮ ভাগ করা হয় এই দেশটিতে৷ সবমিলিয়ে ইউরোপে ৬০ ভাগ তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ৷ ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ তিন হাজার ৪১৩ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে, যা মোট রপ্তানির ৮০ ভাগেরও বেশি৷

গত ২৫ মার্চ জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের বেতন ভাতা দেবার জন্য পাঁচ হাজার কোটি টাকার একটি তহবিল ঘোষণা করেছেন৷ উৎপাদন খাতগুলোর জন্য এই তহবিল সাময়িক কিছুটা স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সহযোগিতা প্রয়োজন বলে জানান রুবানা৷

‘‘আমরা মাসে শ্রমিকদের প্রায় চার হাজার কোটি টাকা বেতন দেই৷ প্রধানমন্ত্রীর ঘোষণা আমাদের স্বস্তি দিয়েছে৷ তবে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে সামনে আসতে হবে এবং দায়িত্ব নিতে হবে,” বলেন তিনি৷

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Related Posts
পাঁচটি ব্যাংকের আমানতকারী

৫ ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলন প্রসঙ্গে যা জানাল কেন্দ্রীয় ব্যাংক

December 26, 2025
Gold

রেকর্ড বৃদ্ধির পর বিশ্ববাজারে কমেছে সোনা-রুপার দাম

December 25, 2025
সঞ্চয়পত্র

সঞ্চয়পত্র কেনায় যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ – জেনে নিন পরিকল্পিত বিনিয়োগের কৌশল

December 25, 2025
Latest News
পাঁচটি ব্যাংকের আমানতকারী

৫ ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলন প্রসঙ্গে যা জানাল কেন্দ্রীয় ব্যাংক

Gold

রেকর্ড বৃদ্ধির পর বিশ্ববাজারে কমেছে সোনা-রুপার দাম

সঞ্চয়পত্র

সঞ্চয়পত্র কেনায় যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ – জেনে নিন পরিকল্পিত বিনিয়োগের কৌশল

টাকা বাড়ানো

টাকা বাড়ানোর সহজ ও ঝুঁকিমুক্ত উপায়, মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এখনই ক্রয় করুন

Islami-Bank-PLC

ইসলামী ব্যাংকে ১ লক্ষ টাকা জমা রাখলে মাসিক মুনাফা কত

নগদে লেনদেন করে স্কুটি জিতে নিলেন ময়মনসিংহের সোহেল

ব্যাংক

শনিবার খোলা থাকবে ব্যাংক

Taka-

বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে কোন ব্যাংকগুলো, জেনে নিন

খেজুর আমদানি

খেজুর আমদানিতে শুল্ক কমালো সরকার

gold

স্বর্ণের দামে আবারও রেকর্ড, ভরি যত টাকা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.