স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শুক্রবার রাতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। নকআউপ পর্বের এই ম্যাচে জিতে সেমিফাইনালে যেতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এই ম্যাচে ফোকাস থাকবে ব্রাজিলের নেইমার ও ক্রোয়েশিয়ার ডিফেন্ডার দেইয়ান লভরেনের দিকে।
এখন পর্যন্ত তিনবার নেইমারের বিপক্ষে লড়েছেন লভরেন। প্রতিবারই ক্রোয়েট এই ফুটবলারকে মাঠ ছাড়তে হয়েছে পরাজয়কে সঙ্গী করে। এই তিন দেখায় কোনোবারই নেইমারকে গোল করা থেকে আটকাতে পারেননি এই ডিফেন্ডার।
প্রথমবার তাদের দেখা হয় ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে। সেই ম্যাচে নেইমারের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারায় ব্রাজিল।
২০১৮ সালে এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুইজনের দ্বিতীয় দেখাতেও জয় পায় সেলেসাওরা। নেইমার সেই ম্যাচে গোল করেন একটি আর তার দল জয় পায় ২-০ গোলে জেতে ব্রাজিল।
২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় ও শেষ সাক্ষত হয় নেইমার-লভরেনের সঙ্গে। পিএসজির হয়ে নামা নেইমারকে সামলাতে সেবার বেশ হিমশিম খেতে হয়েছিলেন লিভারপুলের লভরেনদের।
কাতারে চলমান বিশ্বকাপে এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি নেইমার। তবে আসরের শুরু থেকে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন ক্রোয়েট ডিফেন্ডার লভরেন।
ব্রাজিলের বিপক্ষে দলের পঞ্চম ও নিজের তৃতীয় ম্যাচে লভরেন মাঠে নামবেন শুক্রবার। আর এই ম্যাচে তাকে হাতছানি দিচ্ছে প্রথমবারের মতো জয় বাগিয়ে নেয়ার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।