বিনোদন ডেস্ক : পরেন স্কুল ইউনিফর্ম চোখে চশমা লোহার দরজা পা দিয়ে দাড়িয়ে রয়েছেন নায়ক সুলভ ভঙ্গিতে। যদিও সেই সময় জানতে না যে বড় হয়ে অভিনেতা হবেন এই কিশোর। জেনে নিন কে সে?
বাংলা ছবির জনপ্রিয় নায়ক তিনি। সম্প্রতি একটি গুরুদায়িত্ব এসে পড়েছে তাঁর কাঁধে। এবার নিজের ছোটবেলার ছবি শেয়ার করে নিলেন তাঁর অনুরাগীদের সঙ্গে। মাঝে মধ্যেই বলি তারকারা তাঁদের থ্রোব্যাক ছবি ভাগ করে নেন তাঁদের অনুরাগীদের সঙ্গে। এবার টলিউডের মারকাটারি সব সিনেমার অভিনেতা সামনে আনলেন তাঁর ক্লাস এইটে পড়ার সময়কার ছবি।
পরনে স্কুল ইউনিফর্ম, চোখে চশমা তাঁর এই ছবি দেখে বিষ্ময় প্রকাশ করেছেন অনেকেই। শুধু তাই নয়! কে এই অভিনেতা জানতে চেয়েছেন অনেকে? ক্লাস এইটে পড়া এই কিশোর আসলে অভিনেতা অঙ্কুশ হাজরা। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পর ঐন্দ্রিলার সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন এই জুটি। সেখানে থেকে বাদশাহর গাওয়া পেপি নম্বর জুগনু গানে চুটিয়ে নাচ করতে দেখা যায় তাঁদের।
সাদা শার্টের সঙ্গে ছাই রঙের প্যান্ট, গলায় টাই। এক হাত পকেটে আর এক হাত পায়ের উপর। লোহার গেটে পা তুলে পোজ দিচ্ছেন অভিনেতা, খানিকটা হিরো সুলভ ভঙ্গিতেই। স্কুল জীবনের ছবি শেয়ার করে অঙ্কুশ লিখেছেন, ‘আমার মনে হয় এটা ক্লাস এইটের ছবি।
যদিও খুব একটা নিশ্চিত হতে পারছি না।’ অঙ্কুশের এই ছবি দেখে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় কমেন্টে লিখেছেন, ‘এটা কে?’ গৌরবের মতো অবাক হয়েছেন অন্যান্য নেট নাগরিকরা। অনেকেই আবার জানতে চেয়েছেন, কোন স্কুলে পড়তেন অঙ্কুশ? কেউ আবার লিখছেন, ‘দেখতে দেখতে কী থেকে কী হয়ে গেল’, আবার কেউ বললেন ‘অঙ্কুশ দা তোমাকে তো চেনাই যাচ্ছে না।’
বরাবরই সোশ্যাল মিডিয়ায় ভীষণ রকম অ্যাক্টিভ অঙ্কুশ হাজরা। লকডাউনের সময় নানা রকম মজার মজার ভিডিয়ো পোস্ট করে তাঁর ফ্যানেদের আনন্দ দিয়েছেন অঙ্কুশ। প্রসঙ্গত, ২০১০ সালে ‘কেল্লাফতে’ দিয়ে অভিনয়ে পা রাখেন অঙ্কুশ হাজরা।
এরপর ‘জামাই ৪২০’, ‘কেলোর কীর্তি’, ‘জুলফিকর’, ‘বলো দুগ্গা মাই কী’র মতো সিনেমায় অভিনয় করেছেন। রিয়েলিটি শো-র সঞ্চালক হিসেবেও দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও ২০২১ মুক্তি পেয়েছে তাঁর দুটি ছবি ‘ম্যাজিক’ আর ‘এফআইআর’ । ২০২২ সালে মুক্তি পাবে ‘লাভ ম্যারেজ’ আর ‘মন খারাপ’ ছবি দুটি। তবে অঙ্কুশের ফ্যানেরা অপেক্ষায় রয়েছে কবে এক হবে অঙ্কুশ-ঐন্দ্রিলার চার হাত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।