জুমবাংলা ডেস্ক : ১২ হাজার টাকা বিনিয়োগে প্রতিদিন লাভ ৩০০, ৬ হাজার টাকায় ১৪০ টাকা। ক্লিক করতে হবে শুধু বিজ্ঞাপনে। রিওয়ার্ড রুপি ডটকম নামের একটি ওয়েবসাইটে এমন লোভনীয় অফার। মেম্বার ও এজেন্ট হতে আগ্রহীদের জানানো হয় এটি একটি ভারতীয় সাইট।
প্রচারণায় আকৃষ্ট হয়ে প্রায় ২ হাজার গ্রাহক আবেদন করেন। মাস না পেরোতেই তাদের প্রায় ২ কোটি ১৮ লাখ টাকা আত্মসাৎ করে উধাও কথিত প্রতিষ্ঠানটি। তিন এজেন্টকে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
রুবেল হাসান, রোজিনা আক্তার এবং মাহিম আহম্মেদ মুন্না। এদের মধ্যে রুবেল রিওয়ার্ড রুপি ডটকম নামে ওয়েবসাইট খুলে প্রচারণা চালান ফেসবুকে। বলেন, এটি ভারতীয় ওয়েবসাইট এবং বাংলাদেশের প্রধান এজেন্ট তিনি। রুবেলের কাছ থেকে এজেন্টশিপ নেন রোজিনা আক্তার ও মুন্না।
রিওয়ার্ড রুপি নামের ওয়েবসাইটটি মূলত একটি বিজ্ঞাপনী সংস্থা। ২টি বিনিয়োগ প্যাকেজ আছে এতে। একটি প্যাকেজের দাম ১২ হাজার টাকা। অন্যটি ৬ হাজার। প্রথম প্যাকেজে ২৫টি বিজ্ঞাপন দেখলেই গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে ৩০০ টাকা। দ্বিতীয় প্যাকেজে ১২টি বিজ্ঞাপন দেখলে পাওয়া যাবে ১৪০ টাকা।
এক ভুক্তভোগী বলেন, যেহেতু আমি বেকার তাই আমি চাচ্ছিলাম যে স্বাবলম্বী হই; এ জন্য আমি ১২ হাজার টাকা করে দুটি প্যাকেজ ক্রয় করি। ক্রয় করার ২-৩ দিনের মধ্যে এই অ্যাপসটি আমার সঙ্গে প্রতারণা করে।
এমন লোভনীয় অফারে আকৃষ্ট হয়ে এক মাসের মধ্যেই ওয়েবসাইটির বাংলাদেশের প্রধান রুবেলের মাধ্যমে গ্রাহক হন ১ হাজার ৬০০। প্রথম এক সপ্তাহ গ্রাহকদের টাকা পরিশোধ করলেও একপর্যায়ে চলে যান আত্মগোপনে। হাতিয়ে নেন গ্রাহকদের ১ কোটি ৬০ লাখ টাকা। একইভাবে রোজিনা আক্তার ৩০০ গ্রাহকের ৩৩ লাখ টাকা এবং মাহিম আহম্মেদ মুন্না ২০০ গ্রাহকের ২২ লাখ টাকা আত্মসাৎ করেন।
ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, গ্রাহক যখন এই ১২ হাজার ও ৬ হাজার টাকা পরিশোধ করে এবং তাকে অ্যাড দেখার বিনিময়ে যখন ৩০০ ও ১৪০ টাকা পরিশোধ করার সুযোগ দেওয়া হয়। তাদের কাছে মেসেজ যায় যে ৩০০ টাকা পেয়েছি কিন্তু তাদের পক্ষে সে টাকা তোলা সম্ভব হয় না। সবশেষ দেখা যায় তারা যে সদস্য ফি দিয়েছে সেটা পুরোটা এজেন্ট ও উদ্যোক্তা আত্মসাৎ করে।
ডিবিরি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের তদন্তে জানা যায়, উক্ত ওয়েবসাইটটি ভারত থেকে নয় বরং দেশ থেকেই পরিচালনা করতেন প্রধান অভিযুক্ত রুবেল হাসান। শরীফুল ইসলাম বলেন, তারা দাবি করে এটা একটা ভারতীয় ওয়েবসাইট। কিন্তু আমরা দেখেছি তারা নিজেরাই এ ওয়েবসাইট তৈরি করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।