বাংলাদেশিদের নিয়ে কটূক্তি, ক্ষমা চাইলেন বলিউড অভিনেতা

বলিউড অভিনেতা পরেশ রাওয়াল

বিনোদন ডেস্ক : বাংলাদেশি ও বাঙালিদের নিয়ে কটূক্তি করে তোপের মুখে পড়েন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। শেষ পর্যন্ত নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ক্ষমা চাইলেন তিনি।
বলিউড অভিনেতা পরেশ রাওয়াল
ভারতের গুজরাটে নির্বাচনী প্রচারে বাংলাদেশি ও রোহিঙ্গা নিয়ে কটূক্তি করায় বিপাকে পড়েন অভিনেতা পরেশ রাওয়াল। তীব্র সমালোচনার মুখে শুক্রবার (২ ডিসেম্বর) সকালে টুইট করে নিজের মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন বিজেপির সাবেক এ সংসদ সদস্য।

কী বলেছিলেন পরেশ? গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) গুজরাটে বিধানসভা নির্বাচনে শুরু হয়েছে। নির্বাচন সামনে রেখে মঙ্গলবার রাজ্যটিতে এক জনসভায় অংশ নিয়েছিলেন অভিনেতা ও বিজেপি নেতা পরেশ রাওয়াল।

সেখানেই জনসভায় তিনি বলেন, গ্যাস সিলিন্ডারের দাম বেশি, তবে তা কমে আসবে। মানুষের কর্মসংস্থানও হবে। কিন্তু রোহিঙ্গা অভিবাসী ও বাংলাদেশিরা যদি দিল্লির মতো আপনার আশপাশেও থাকতে শুরু করে, তাহলে কী হবে? গ্যাস সিলিন্ডার দিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন?

পরেশ আরও বলেন, গুজরাটিরা মূল্যবৃদ্ধি মেনে নেবেন। কিন্তু ওদের নয়। যে ভাষায় ওরা কথা বলে, তাতে তাদের মুখে ডায়াপার পরানো উচিৎ।

পরেশ রাওয়ালের এমন মন্তব্যকে অনেকেই ঘৃণাসূচক বক্তব্য উল্লেখ করে কেউ কেউ বাংলাদেশি ও রোহিঙ্গা-বিদ্বেষের নমুনা বলেও বর্ণনা করেছেন। এরপরে শুক্রবার সকালে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ক্ষমা চেয়েছেন পরেশ রাওয়াল। অভিনেতা দাবি করেন, তার বক্তব্যে বাংলাদেশ নয়, বরং অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বোঝাতে চেয়েছিলেন।

অভিনেতা আরও টুইট বার্তায় আরও বলেন, অবশ্যই মাছ কোনো সমস্যা নয়। গুজরাটিরা মাছ রান্না করে খায়। আমি বাঙালি বলতে বোঝাতে চেয়েছি অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা। কিন্তু তারপরও যদি আমি আপনাদের অনুভূতিতে আঘাত দিয়ে থাকি তার জন্য দুঃখিত।

জাতীয় পতাকা উল্টো ধরলেন নোরা ফাতেহি