স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সকে মাঝামাঝি রানে আটকে দিয়ে টানা জয়ের আশা দেখেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু শেষ মুহূর্তের ব্যাটিং ব্যর্থতায় সেই আশা ধুলিসাৎ হয়েছে।
শেষ ৩০ বলে প্রয়োজন ছিল মাত্র ৩০ রান। কিন্তু ব্যাট হাতে কলকাতা এই ৫ ওভারে রান নিয়েছে মাত্র ২০। আর উইকেট দিয়েছে চারটি। পুরো মিডল অর্ডারের ব্যাটিংয়ে ব্যর্থতায় মুম্বাইর কাছে ১০ রানে হেরেছে দুবারের চ্যাম্পিয়নরা।
দলের এমন হার সহজভাবে মেনে নিতে পারেননি দলটির কর্ণধার বলিউড বাদশাহ খ্যাত তারকা শাহরুখ খান। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশ করেন তীব্র হতাশা। সেই টুইটের প্রতিক্রিয়া ভিন্ন যুক্তি দেখালেন দলের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
হতাশ শাহরুখ ক্ষমা চেয়ে টুইটে লিখেছেন, ‘হতাশাজনক পারফরম্যান্স। অন্তত এটা বলতে হবে। ভক্তদের কাছে ক্ষমা চাইছে কলকাতা নাইট রাইডার্স।’
শাহরুখের টুইটের দৃষ্টি আকর্ষণ করে আন্দ্রে রাসেলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘হ্যা, আমি সেই টুইটকে সমর্থন করি। তবে দিন শেষে এটা ক্রিকেট খেলা, শেষ না হওয়া অব্দি আপনি নিশ্চিত হতে পারবেন না।’
তবে দল এখনো আত্মবিশ্বাসী জানিয়ে ক্যারিবীয় এই অলরাউন্ডার বলেন, ‘আমি মনে করি আমরা এখনো আত্মবিশ্বাসী। আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি এবং সবাইকে নিয়ে আমি গর্বিত। আমরা অবশ্যই হতাশ, তবে এটাই পথের শেষ না। এটা কেবলই দ্বিতীয় খেলা এবং আমরা এটা থেকে শিক্ষা নিচ্ছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।