স্পোর্টস ডেস্ক :দেশের জাতীয় ক্রিকেট দলের অন্যতম এক সফলতম অধিনায়কের নাম মাশরাফি বিন মর্তুজা। ২২ গজ পেরিয়ে নড়াইল এক্সপ্রেস খ্যাত এই তারকা পেসার নাম লিখিয়েছেন রাজনীতিতে। নড়াইল-২ আসনের নির্বাচিত সাংসদ তিনি। সংসদ সদস্য হিসাবে নিজ এলাকায় বিভিন্ন প্রশংসনীয় কাজ করেছেন মাশরাফি। ভালো অনেক কাজ করে সংবাদপত্রে শিরোনাম হয়েছেন অসংখ্যবার।
তবে অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪ ডটকমে প্রকাশিত নিউজের এক হেডলাইন একদম পছন্দ হয়নি মাশরাফির। নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ও অফিশিয়াল ফেসবুক পেইজে সেই শিরোনামের স্ক্রিনশট পোস্ট করেছেন তিনি।
ক্যাপশনে মাশরাফি লিখেছেন, ‘What a headline. journalism at his best. যারা
বছরের পর বছর এই পেশাটাকে শুধু পেশা হিসাবেই না সর্বোচ্চ সম্মানের সাথে করে আসছেন উনারাও এসব দেখে লজ্জা পান, মনে হয়।’
পরে অবশ্য শিরোনাম বদলে ফেলা হয়েছে। ‘স্ত্রীকে রাস্তায় ফেলে গেলেন স্বামী, কাছে টেনে নিলেন মাশরাফি’ শিরোনাম পরিবর্তিত হয়ে হয়েছে ‘মাশরাফির নির্দেশে স্বামীর
বাড়িতে ঠাঁই হলো ইতির’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।