আন্তর্জাতিক ডেস্ক : রেস্তোরাঁর ব্যবস্থাপকের ওপর ক্ষুদ্ধ হয়ে চাকরি ছেড়েছিলেন এক নারী। কিন্তু চাকরি ছাড়লেও তাঁর ক্ষোভ যায়নি। প্রতিশোধ নিতে যা করে বসেন তা রেস্তোরাঁ ব্যবস্থাপকের হিসাব নিকাশ বদলে দেয়।
নাম প্রকাশ না করে এমন ঘটনার কথা যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ‘রেডিট’ এ লিখেছেন ওই নারী।
তিনি লিখেছেন, প্রতিশোধ নিতে রেস্তোরাঁর অ্যাকাউন্টের পাসওয়ার্ডই পরিবর্তন করে দেন তিনি।
ওই নারী তাঁর ম্যানেজারের ওপর ক্ষুদ্ধ হয়ে চাকরি ছেড়ে দেন। পাসওয়ার্ড পরিবর্তনের পর ওই রেস্তোরাঁর সবার ডাটাবেজে ঢোকার সুযোগ বন্ধ হয়ে যায়।
ওই নারী লিখেছেন, ‘আমি কিছু চিন্তা না করেই এটি করেছি। এই চাকরিতে আমার সঙ্গে জঘন্য আচরণ করা হয়েছিল এবং পুরো দল এতে যোগ দিয়েছিল। এখানে একমাত্র আমিই নারী কর্মী ছিলাম, হয়তো এ কারণেই আমার সঙ্গে এটা হয়েছিল। কিন্তু আমি লিঙ্গ নিয়ে কোনো গেম খেলতে চাই না।”
ওই নারী আরো বলেন, তিনি চাকরি ছাড়ার এক সপ্তাহ পর বুঝতে পারেন যে, এখনো ম্যানেজারের অ্যাকাউন্টে লগ ইন করতে পারছেন।
ম্যানেজার তাঁর পাসওয়ার্ড পরিবর্তন করেননি। এই অ্যাকাউন্টে মূলত রেস্তোরাঁর সম্পূর্ণ ডাটাবেজ ছিল। সব মেনু, কর্মচারী, অর্ডারসহ স্টকের তথ্য ছিল। তিনি একটি জাল ইমেইলের মাধ্যমে প্রত্যেকের পাসওয়ার্ড পরিবর্তন করে দেন।
শেয়ার হওয়ার পর থেকে পোস্টটিতে আট হাজারের বেশি লাইক পড়ে।
পোস্টটি ব্যবহারকারীদের দুইভাগে ভাগ করে ফেলে। কেউ বলছে, ঠিক আছে আবার কেউ বলেছে, সে ভুল করেছে।
সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।