আন্তর্জাতিক ডেস্ক : সামরিক কৃত্রিম উপগ্রহ সফলভাবে নিক্ষেপ করেছে ইরান। সেই সাথে নুর ১ নামের এই সামরিক কৃত্রিম উপগ্রহকে সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সাফল্যের সাথে দেশটির প্রথম সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করেছে।
ইরানের মধ্যাঞ্চলীয় মরুভূমি দাস্ত-ই কাভির থেকে এই কৃত্রিম উপগ্রহটি নিক্ষেপ করা হয়। কৃত্রিম উপগ্রহ কক্ষপথ পর্যন্ত বহন করেছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাহক রকেটে। মহাকাশের অরবিটের ৪২৫ কিলোমিটার পর্যন্ত সফলভাবে পৌঁছেছে উপগ্রহটি। সামরিক ক্ষেপণাস্ত্রের এই সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশ অভিযানের জগতে ইরানের নতুন ইতিহাস রচিত হলো।
এর আগে ইরান ২০০৯ সালে প্রথম উমিদ বা আশা নামের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায়। ইরানি বিজ্ঞানীরা নিজস্ব প্রযুক্তিতে এটি তৈরি করেন। এরপর ২০১০ সালে ইরান মানুষ বহনোপযোগী মহাকাশযানও পাঠায়। এরপর, ২০১৫ সালে ফজর বা উষা নামে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে ইরান। তবে নুর ১ পাঠাতে যেয়ে গেল বছর দুইবার ব্যর্থ হয়েছ ইরান। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারীতেও একবার ব্যর্থ হয় ইরান।
যুক্তরাষ্ট্র বলছে, এই জাতীয় উপগ্রহ উৎক্ষেপণ জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের প্রস্তাবের বিরুদ্ধে তবে এই জাতীয় উপগ্রহ উৎক্ষেপণ ইরানকে তার পারমাণবিক ক্ষমতা বিকাশে সহায়তা করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



