আন্তর্জাতিক ডেস্ক : মাত্র কয়েক সেকেন্ড। আর এর মধ্যেই ৪ তলা এক বাড়ি ভেঙে পড়ে চুরমার। একেবারে নিশ্চিন্ত হয়ে গেল সব। ভারতের বেঙ্গালুরুর ম্যাজেস্টিক এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। যেখানে এই বাড়িটি ভেঙে পড়েছে, সেখানে আগে ছিল কাপালি থিয়েটার। সেই থিয়েটার ভেঙে ফেলার পর তৈরি করা হচ্ছিল মাল্টিপ্লেক্স। সেই কাজই চলছিল সেখানে। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি।
জানা গেছে, এই মাল্টিপ্লেক্সের ভিত কাটার সময় আশেপাশের বহুতলে ফাটল দেখা দেয়। যার জেরে এলাকা আগেই ফাঁকা করেছিলেন সেখানকার পুর কর্তৃপক্ষ। আগামী মাসে এই নির্মীয়মান বহুতলটি ভেঙে ফেলার কথা ছিল। কিন্তু তার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেটি।
বহুতল ভেঙে পড়া নিয়ে বেঙ্গালুরু বিশ্ববিদ্যালেয়র এক অধ্যাপক বলেছেন, ‘আমার মনে হয় বহুতলের মালিক ও কনট্রাক্টর ভূবিদের পরামর্শ না নিয়ে এই বহুতল তৈরি করছিলেন। এটা দেখে সাধারণ মানুষের চোখ খোলা উচিত। বহুতল তৈরির আগে সেখানকার মাটি পরীক্ষা করা ও ভূবিদের পরামর্শ নেওয়া প্রয়োজন।’
#WATCH Karnataka: A three-storied building behind an under construction site in Majestic area of Bengaluru collapsed yesterday; no casualties reported. pic.twitter.com/FYeiMnbrEw
— ANI (@ANI) July 28, 2020
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।