Advertisement
  
  আন্তর্জাতিক ডেস্ক : ১৩টি টিয়া পাখিকে আদালতে তোলা হয়েছে। ভারতের দিল্লির একটি আদালতে অবাক করা এ ঘটনাটি ঘটে।
 ভারত থেকে টিয়া পাখিগুলোকে অন্য দেশে পাচার করা হচ্ছিল। তা প্রমাণ করতেই এভাবে আদালতে হাজিরা দিতে হয় নিরীহ পাখিগুলির।
ভারত থেকে টিয়া পাখিগুলোকে অন্য দেশে পাচার করা হচ্ছিল। তা প্রমাণ করতেই এভাবে আদালতে হাজিরা দিতে হয় নিরীহ পাখিগুলির।
ভারতের দিল্লির একটি আদালতের কাঠগড়ায় খাঁচায় ভরে ওই ১৩টি টিয়াকে নিয়ে আসেন পুলিশ। সঙ্গে আনা হয় অভিযুক্ত পাচারকারী আনভারজন রাখমাজোনোভকে।
টিয়াগুলিকে জুতোর বাক্সে ভরে পাচারের চেষ্টা করছিল আনভারজন। উজবেকিস্তানের এই নাগরিককে ১৩টি টিয়াসহ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাচারের অভিযোগে গ্রেফতার করেছিলো সিআইএসএফ।
টিয়াগুলিকে ওখলা পাখিরালয়ে পাঠানোর লিখিত আদেশও দিয়েছেন বিচারক। অভিযুক্ত আনভারজন জামিনের আবেদন জানালেও আদালত তা অগ্রাহ্য করে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


