আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দুটি স্পা সেন্টার থেকে ১৬ তরুণীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া গ্রেফতার করা হয়েছে দুটি স্পার ম্যানেজারসহ মোট ছয়জনকে।
ওই দুটি স্পা-সেন্টারের বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ ছিল। বৃহস্পতিবার রাতে হাওড়ার দুটি শপিং মলে হানা দিয়ে ১৬ জন তরুণীকে উদ্ধার করা হয়। এছাড়া ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের বরাতে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, কিছু দিন ধরেই হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা খবর পাচ্ছিলেন, শিবপুরের জগৎ ব্যানার্জি ঘাট রোড এবং বেলুড়ের গিরিশ ঘোষ রোডের শপিং মলে স্পা সেন্টারের আড়ালে নারীদের দিয়ে অবৈধ কাজ করানো হচ্ছে।
এই তথ্য পেয়ে বৃহস্পতিবার রাতে গোয়েন্দারা খদ্দের সেজে হানা দেন দুটি স্পা-সেন্টারে। হাতেনাতে ধরা হয় চার যুবককে। গ্রেফতার করা হয় দুটি সেন্টারের ম্যানেজারদেরও।
পুলিশ জানায়, শিবপুর থেকে ১০ জন ও বেলুড় থেকে ৬ জন তরুণী উদ্ধার হয়েছে। দুটি শপিং মলে একটি সংস্থাই ওই স্পা সেন্টার চালাচ্ছিল। সংস্থার মালিকের খোঁজ চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।