Advertisement
জুমবাংলা ডেস্ক: খাগড়াছড়ির পানছড়িতে ভিমরুলের কামড়ের ৫ দিন পর এক শিশুর মৃত্যু হয়েছে। খবর ইউএনবি’র।
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়। মৃত আরিফ হোসেন (৭) মোল্লাপাড়া গ্রামের মিলন মিয়ার ছেলে ও মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেয়ামত রিপন বলেন, শুক্রবার বাড়ির পাশের একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে শিশু আরিফকে ভিমরুল কামড় দেয়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ আরিফকে প্রথমে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।