জুমবাংলা ডেস্ক : রংপুর মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাওয়া দিনমজুর জালাল উদ্দীনের মেয়ে খাদিজার ভর্তিতে এগিয়ে এসেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম। তিনি শনিবার বিকালে তার কার্যালয়ে খাদিজাকে আর্থিক সহায়তা তুলে দেন। এসময় খাদিজার বাবা জালাল উদ্দীন উপস্থিত ছিলেন।
খাদিজা জানান, তার মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি জানতে পেরে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এগিয়ে এসেছেন, ভর্তির জন্য সহায়তা করেছেন।
এ বিষয়ে স্থানীয় কলেজ শিক্ষক শফিকুল ইসলাম বলেন, খাদিজার ভর্তির প্রাথমিক ধাপটি সম্পন্ন হয়ে যাবে। তবে খাদিজার মেডিকেলে পড়ার সময়কালে যদি কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান নিয়মিত সহায়তা নিয়ে এগিয়ে না আসে, তাহলে তার স্বপ্নপূরণ অনেকটা কঠিন হয়ে পড়বে। আমি আশাকরি খাদিজার স্বপ্ন পূরনে এমন কেউ এগিয়ে আসবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।