দেশে যেন কোনো ধরনের খাদ্যের সংকট দেখা না যায় এবং বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকে সে কথা মাথায় রেখে বিদেশ থেকে গম আমদানি করেছে বাংলাদেশ। বিশেষ করে সামনে রমজান মাসকে কেন্দ্র করে যেন বাজারে বিশৃঙ্খলা দেখা না যায় সে বিষয়টিও মাথায় রাখা হয়েছে।
এ বিষয়টি বাস্তবায়নে আর্জেন্টিনা থেকে পর্যাপ্ত পরিমাণ গম আমদানি করা হচ্ছে। আজ আমদানি করা হলো ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম। খাদ্য অধিদপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইমদাদ ইসলাম এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি খাদ্য মন্ত্রণালয় সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। আর্জেন্টিনা থেকে ওই জাহাজটি অলরেডি চট্টগ্রাম বন্দরে পৌঁছে গেছে। জাহাজটির নাম হচ্ছে এমভি ইন্দিগো অমেগা। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা এ গম বাংলাদেশে পৌঁছে দিয়েছে।
বর্তমানে জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই গম জাহাজ থেকে বন্দরে নামিয়ে আনা হবে। তার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর আগে আরো ৫০ হাজার ২০০ মেট্রিক টন গম বাংলাদেশে পৌঁছে দিয়েছিল আর্জেন্টিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।