জুমবাংলা ডেস্ক : খাদ্য সহায়তা না পেয়ে যশোরে বিক্ষোভ করেছে করোনার প্রভাবে কর্মহীন দরিদ্র নারী-পুরুষরা। বুধবার সকাল ১১টার দিকে যশোর সদর উপজেলার পুলের হাট তপসিডাঙ্গা ও বেড়বাড়ি গ্রামের লোকজন পুলের হাট রাজগঞ্জ সড়কে তপসিডাঙ্গা এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় তারা জীবন বাঁচাতে অবিলম্বে খাদ্য সহায়তার দাবি জানান।
খবর পেয়ে সদর উপজেলার ইউএনও কামরুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলামসহ সেনা, পুলিশ ও র্যাব কর্মকর্তারা গিয়ে সহায়তার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। করোনার প্রভাবে কর্মহীন দরিদ্র মানুষের জন্য সরকার খাদ্য সহায়তা দিচ্ছে। জেলা প্রশাসন জনপ্রতিনিধিদের মাধ্যমে এ খাদ্য সহায়তা প্রদান করলেও দরিদ্র মানুষের অভিযোগ, সবার কাছে যাচ্ছে না খাদ্য সহায়তা। একাধিকবার জনপ্রতিনিধিদের বাড়ি ও অফিসে গিয়েও খাদ্য সহায়তা পাচ্ছেন না অনেকে।
পরে দুই গ্রামের কিছু লোককে নিয়ে তালিকা করে খাদ্য সহায়তা পৌছে দেবার আশ্বাস দেয়ার পর বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে ঘরে ফিরে যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



