জুমবাংলা ডেস্ক: বেহাল দশায় আক্রান্ত সিলেটের ওসমানীনগরের কাগজপুর-বড় হাজীপুর সড়ক। এলাকাবাসী সড়ক থাকা সত্ত্বেও চলাচল করছেন পায়ে হেঁটেই। খবর ইউএনবি’র।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, চার কিলোমিটার সড়কের কার্পেটিং ও বিটুমিন প্রায় পুরো উঠে গেছে। সড়ক জুড়ে রয়েছে অসংখ্য খানাখন্দ। এসব গর্ত ডিঙিয়ে চলার মতো নেই কোনো যানবাহন। ফলে নারী-পুরুষদের পায়ে হেটেই চলাফেরা করতে হচ্ছে।
উপজেলার কোনাপাড়া গ্রামের আনসার আলী বলেন, ‘রাস্তা খারাপ, চলাচল করতে পারি না। কিন্তু দেখার কেউ নেই। ভোটের সময় সবাই আমাদের কাছে আসেন। ভোটের পরে কাউকে আর দেখি না।’
স্থানীয় কলেজ শিক্ষার্থী বায়োজিদুর রহমান ক্ষোভের সাথে জানান, নির্বাচনের সময় সবাই প্রতিশ্রুতি দিলেও পরে আর কেউ সড়কটি সংস্কারের উদ্যোগ নেন না।
মৌলভীবাজার সরকারি কলেজে পড়া কাওছার মাহমুদ বলেন, ‘ভাঙা সড়ক দিয়ে যানবাহন চলাচল না করায় প্রতিদিন তিন কিলোমিটার হেটে মহাসড়কে উঠি আবার তিন কিলোমিটার হেটে বাড়ি ফিরি।’
কোনাপাড়া গ্রামের অটোরিকশা চালক সায়েদ মিয়া জানান, অসংখ্য গর্ত থাকায় যানবাহন উল্টে যাওয়ার ভয় থাকে। তাই তারা এ সড়কে গাড়ি চালাতে ভয় পান।
সাদীপুর ইউপি চেয়ারম্যান আবদুর রব বলেন, পাকা করার পর সড়কটি কোনোদিন সংস্কার হয়নি।
এ ব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আবু সাঈদ জানান, সড়কটি সংস্কারের জন্য প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আগামী অর্থবছরে সড়কটিতে কাজ হওয়ার আশা প্রকাশ করেন তিনি।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.