নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: রশিদ আহমেদ, একজন দিনমজুর। থাকেন শ্রীপুরের খাসপাড়ায়।দেশব্যাপী করোনা পরিস্থিতিতে সরকারের নেয়া উদ্যোগে কর্ম হারিয়েছেন তিনি। সেই সাথে ঘর বন্দি হয়েছেন পাঁচ সদস্যের পুরো পরিবার। করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়া এই সময়ে সংসারে উনুন জ্বলছিল না। তার মত গ্রামজুড়ে আরও পরিবার আছে অনন্ত ২ শ’।যাদের নিয়ে সরকারের সুনির্দিষ্ট কোন পরিকল্পনা হয়তো নেই। এই অচল অবস্থার মধ্যে এমন প্রায় দেড়শ পরিবারের পাশে বাজার হাতে স্বজনের মত এসে দাঁড়িয়েছেন তিনি। নাম আকরাম হোসেন বাঁদশা, একজন স্বেচ্ছাসেবী।
শনিবার (২৮ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুরের শ্রীপুর পৌরসভার খাসপাড়া ও রাজাবাড়ি এলাকায় চাউল, ডাল ও আলুসহ নিত্যদিনের বাজার নিয়ে ঘর বন্দি হয়ে পড়া অসহায় মানুষদের দেন। স্বেচ্ছাসেবী আকরাম বলেন, গোটা বিশ্ব করোনাভাইরাসের কারণে থমকে দাঁড়িয়েছে।আমাদের দেশের খেটে খাওয়া মানুষজনও জীবন রক্ষায় ঘর বন্দি হয়ে আছে বেশ কয়েকদিন হয়। আমি হয়তো সবার পাশে দাঁড়াতে পারবো না।
তবে সমাজের স্বচ্ছল মানুষদের এই দুঃসময়ে তাদের(অসহায়) পাশে দাঁড়ানো উচিত। করোনা পরিস্থিতিতে কতটা সুরক্ষা নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন?-এমন প্রশ্নে তিনি বলেন, আগে আমি নিজে সুরক্ষা পোশাক পরিধান করেছি,তারপর ঘর থেকে বের হয়েছি। ওই এলাকায় গিয়ে প্রথমে আমি মাইকিং করে বাজার দেয়ার ঘোষণা দেই। যেখানে সবাইকে নিয়ম মেনে ঘরে অবস্থান করার শর্তকতা দেয়া হয়। পরবর্তীতে এক এক করে ঘরে গিয়ে বাজার পৌঁছে দেই। তিনি আরো বলেন, অসহায় মানুষগুলোকে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো। আকরাম হোসেন বাঁদশা শ্রীপুর উপজেলার দমদমা গ্রামের ইসমাইল বাগমারের পুত্র। তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ব্যবসা করে গত কয়েক বছর হলো গ্রামে খামারী হিসেবে কাজ করছেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel