Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home খালেদাকে কী কথা বলতে চান ড. কামাল?
    জাতীয় রাজনীতি স্লাইডার

    খালেদাকে কী কথা বলতে চান ড. কামাল?

    October 23, 2019Updated:October 23, 20193 Mins Read

    খালেদা-কামালহারুন উর রশীদ স্বপন, ডয়চে ভেলে: খালেদা জিয়ার সাথে ঐক্যফ্রন্ট নেতারা দেখা করতে যাবেন ড. কামাল হোসেনের নেতৃত্বে৷ আর দেখা হলে জামায়াত ইস্যুই প্রাধান্য পেতে পারে৷ ঐক্যফ্রন্টের প্রভাবশালী কিছু নেতা মনে করেন, জামায়াতের কারণেই ঐক্যফ্রন্টকে চাঙা করা যাচ্ছে না৷

    সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করেন জাতীয় ঐক্যফ্রন্টের আট জন নেতা৷ তারা কারাগারে আটক খালেদা জিয়ার সঙ্গে দেখা করার আর্জি নিয়ে যান৷ স্বরাষ্ট্রমন্ত্রী তাদের দেখা করার অনুমতির আশ্বাস দিয়েছেন৷ তবে কবে এই দেখা হবে তা এখনো চূড়ান্ত হয়নি৷ কারণ দেখা করার অনুমতি দেবেন কারা মহাপরিদর্শক৷

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তারা ১০ জনের একটি তালিকাও দিয়েছেন৷ ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা ড. কামাল হোসেনের নেতৃত্বেই খালেদা জিয়ার সাথে দেখা করতে যাব৷ তাঁর শারীরিক খোঁজখবর নেয়াই মূল উদ্দেশ্য তবে রাজনৈতিক বিষয় নিয়েও কথা হবে৷ বিশেষ করে জামায়ত নিয়ে কথা হবে৷” তিনি জানান, ‘‘ড. কামাল ও আমি ছাড়াও আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্নাসহ ফ্রন্টের নেতারা খালেদা জিয়ার সাথে দেখা করবেন৷”

    তিনি বলেন, ‘‘জামায়াত নিয়ে ফ্রন্টে অস্বস্তি আছে৷ বিএনপিতো জামায়াতকে ছাড়ছে না৷  বিএনপি জাময়াতকে না ছাড়ার ফলে আন্দোলন জোরদার হচ্ছে না৷ আন্দোলনতো আরো জোরদার করা দরকার৷ সরকারের ওপর চাপ বাড়াতে হবে৷ আরো কিছু বিষয় নিয়ে কথা হতে পারে৷ তবে দেখা করার দিনক্ষণ সরকারের দিক থেকে চূড়ান্ত করা হলে আমরা নিজেরা আলাপ করে আলোচনার বিষয় ঠিক করব৷”

    এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার ঐক্যফ্রন্টের পূর্ব নির্ধারিত মহাসমাবেশের অনুমতি দেয়া হয়নি৷ এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছে না ঐক্যফ্রন্ট৷ ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘‘আমরা আইনগতভাবেই সমাবেশ করার চেষ্টা করছি৷ শেষ পর্যন্ত যদি সমাবেশ করার সাংবিধানিক অধিকার আমরা না পাই তাহলে আইনের বাইরে গিয়ে চেষ্টা করতে হবে৷

    স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সোমবার যে আটজন দেখা করেছেন তাদের মধ্যে দু’জন বিএনপি নেতাও ছিলেন খালেদা জিয়ার সাথে যারা দেখা করতে যাবেন তাদের মধ্যে বিএনপি নেতারাও থাকছেন বলে জানা গেছে৷

    এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের আন্তরিকতা নিয়েও বিএনপির মধ্যে কেউ কেউ প্রশ্ন তুলছেন৷ বিশেষ করে ৩০ ডিসেম্বরের নির্বাচন প্রত্যাখ্যান করে ঐক্যফ্রন্টের নির্বাচিতদের শপথ না নেয়ার যে সিদ্ধান্ত ছিলো তা ড. কামাল হোসেনের গণফোরামই প্রথম ভঙ্গ করে৷ সুলতান মোহাম্মদ মনসুর আহমেদসহ তাদের নির্বাচিত দুই জন শপথ নেন৷ তারপর বিএনপির নির্বাচিতরা তাদের পদাঙ্ক অনুসরণ করেন৷ যদিও শেষ পর্যন্ত বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেননি৷ এই পরিস্থিতিতে বিএনপি থেকে ঐক্যফ্রন্টের গত বৈঠকে কোনো প্রতিনিধি যাননি৷ যদিও বিএনপি মহাসচিব টেলিফোনে বৈঠকে অংশ নেন বলে জানানো হয়৷

    গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ডয়চে ভেলেকে বলেন, ‘‘ড. কামাল হোসেনের নেতৃত্বে আমরা খালেদা জিয়ার সাথে দেখা করতে যাচ্ছি এটা অনেক গুরুত্বপূর্ণ৷ এটাই অনেক কিছু ইঙ্গিত দেয়৷ তিনি এই বয়সেও জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন এটা বিবেচনা করতে হবে৷”

    তিনি বলেন, ‘‘আমরা মূলত খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে যাব৷ সুযোগ থাকলে রাজনৈতিক বিষয় নিয়েও কথা হবে৷ আমাদের কাছে এখন ঐক্যফ্রন্টই গুরুত্বপূর্ণ, অন্যকিছু নয়৷”

    তিনি বলেন, ‘‘আমরা বরাবরই খালেদা জিয়ার মুক্তি চেয়েছি৷ তাঁর মুক্তি আমাদের প্রধান দাবির একটি৷ আর আমরা মনে করি বাংলাদেশে জামায়াত নামে নিবন্ধিত কোনো রাজনৈতিক দল নেই৷ তাই জামায়াত প্রশ্ন আর কোনো গুরুত্ব বহন করেনা৷ বিএনপি আমাদের শরিক৷ আমরা আমাদের শরিকদের নিয়ে ভাবছি৷”

    জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা এখন খালেদা জিয়ার সাথে দেখা করার অপক্ষোয় আছেন৷ তিন-চার জনের গ্রুপ করে কয়েকটি গ্রুপে তারা দেখা করবেন৷ কারণ একসঙ্গে চারজনের বেশি দেখা করতে দেয়ার নিয়ম নেই বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ প্রথমেই দেখা করবেন ড. কামাল হোসেন৷

    দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া৷ তিনি আটক অবস্থায় এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ ফ্রন্ট নেতারা সেখানেই তাকে দেখতে যাবেন৷

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    খন্দকার রাশেদ মাকসুদ

    খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ গুঞ্জন এবং শেয়ারবাজারে তার প্রভাব

    May 20, 2025
    সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা

    সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা চালুর উদ্যোগে নতুন গতি

    May 20, 2025
    Ishraque Hossain

    সমর্থকদের উদ্দেশে ইশরাকের যে অনুরোধ

    May 20, 2025
    সর্বশেষ সংবাদ
    করণ জোহরের -পোশাক
    ‘আমি নিজেকে পোশাক ছাড়া দেখতেই পারি না’
    Watch-18-Tohfa-Web-Series
    কামনার অন্যরকম গল্প নিয়ে ওয়েব সিরিজ, একা দেখার মত!
    খন্দকার রাশেদ মাকসুদ
    খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ গুঞ্জন এবং শেয়ারবাজারে তার প্রভাব
    সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা
    সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা চালুর উদ্যোগে নতুন গতি
    ইনফিনিক্সের ঈদ ধামাকা
    ইনফিনিক্সের ঈদ ধামাকা: স্মার্টফোন কিনলে ইলেকট্রিক বাইক সহ চমকপ্রদ পুরস্কার
    ধনে পাতা
    ১০টি ক্ষতির সম্মুখীন হতে পারেন ধনেপাতা খেলে
    Manikganj
    প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্প অবহিতকরণ শীর্ষক সেমিনার
    নগদের ব্যাংক হিসাব থেকে অর্থ স্থানান্তরে নিষেধাজ্ঞা: গ্রাহকদের জন্য নতুন চ্যালেঞ্জ
    নগদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও সমস্যার জন্ম দিতে পারে
    Ishraque Hossain
    সমর্থকদের উদ্দেশে ইশরাকের যে অনুরোধ
    বাংলাদেশের প্রস্তাবে রাজি পাকিস্তান
    বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে নতুন প্রস্তাব বিসিবির
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.