জুমবাংলা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহারসামগ্রী পাঠিয়েছে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস।
শুক্রবার (২৩ জুন) বিকেলে একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই উপহারসামগ্রী খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।
চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার গণমাধ্যমকে জানিয়েছেন, এসএফ ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসের গাড়িতে করে চীনা দূতাবাস কয়েকটি প্যাকেটে উপহারসামগ্রী গুলশান কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।
তিনি বলেন, উপহারসামগ্রীর প্যাকেটের ওপর খালেদা জিয়ার নাম লেখা ছিল। প্যাকেটগুলোর ভেতরে ফল এবং স্ন্যাক্স ও বিস্কুট জাতীয় কিছু রয়েছে।
চীনা দূতাবাসের এসব উপহার খালেদা জিয়ার কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান এ বি এম আব্দুস সাত্তার।
এর আগে, ২০২০ সালে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে উপহারসামগ্রী পাঠিয়েছিল ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস।
ওই সময়ে উপহারসামগ্রী দেওয়ার পাশাপাশি দূতাবাস কর্মকর্তারা খালেদা জিয়ার আরোগ্য কামনা করেন।
বিমানে চড়ে যুক্তরাষ্ট্র থেকে আসা ব্রাহামা গরু উঠছে কোরবানির হাটে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।