খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে গিয়ে কাঁদলেন ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুমবাংলা ডেস্ক : হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না বিএনপি নেত্রীকে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বেগম জিয়ার রোগমুক্তি চেয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার (২৩ জুন) দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ মাহফিলে অংশ নিয়ে বেগম জিয়ার শারীরিক অবস্থা জানাতে গিয়ে কান্না করেন মির্জা ফখরুল।

তিনি অভিযোগ করেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার বিদেশে উন্নত চিকিৎসা না দিয়ে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

ব্যাংকে চাকরি, বেতন ৩৫০০০ টাকা, লাগবে না অভিজ্ঞতা

প্রধানমন্ত্রীর ভারত সফরের সমালোচনা করে বিএনপি মহাসচিব অভিযোগে করে বলেন, আওয়ামী লীগ নয়াদিল্লির সেবাদাসে পরিণত হওয়ার কারণেই তিস্তা চুক্তি হয়নি। সফরে বাংলাদেশ নয়, ভারতই লাভবান হয়েছে।

সরকারের নতজানু পররাষ্ট্রনীতি দেশকে দুর্বল করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।