সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর থেকে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে। দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ দেশনেত্রীর কবর জিয়ারত করতে আসছেন।

শুক্রবার (২ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, ছুটির দিন ভোর থেকেই জিয়া উদ্যানের সমাধিতে দলে দলে ভিড় করছে মানুষ। কবর জিয়ারত শেষে দোয়া করতে দেখা যাচ্ছে তাদের। অশ্রুসিক্ত নয়নে কেউ স্মরণ করছেন প্রিয় নেত্রীর স্মৃতি, কেউবা শ্রদ্ধা নিবেদন করছেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে।
উপস্থিত সাধারণ মানুষের কণ্ঠেও ফুটে উঠেছে আপসহীন নেত্রীকে হারিয়ে ফেলার হাহাকার। সমাধিতে আসা একজন বলেন, বেগম খালেদা জিয়ার রয়েছে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস। দেশপ্রেমী মানুষের প্রেরণা হয়ে থাকবেন তিনি।
এদিকে, খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত দাদির কবরে শ্রদ্ধা জানাতে যান তারা।
পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে সকাল সাড়ে দশটার দিকে জাইমা রহমান জিয়া উদ্যানে পৌঁছান। তার সঙ্গে পরিবারের মোট ২০ জন সদস্য ছিলেন। তারা সেখানে দীর্ঘ সময় মোনাজাতে শামিল হন। জিয়ারত শেষে বেলা ১০টা ৪০ মিনিটের দিকে তারা সেখান থেকে ফিরে যান।
কবর জিয়ারতের সময় তাদের স্থির ও শান্ত থাকতে দেখা গেছে। জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দেশব্যাপী মিলাদ ও দোয়ার আয়োজন করেছে বিএনপি।
প্রসঙ্গত, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে গত ৩০ ডিসেম্বর ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
পরদিন ৩১ ডিসেম্বর দুপুর তিনটার দিকে মানিক মিয়া এভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


