জুমবাংলা ডেস্ক : মানহানির অভিযোগে দায়ের করা দুই মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ আরও এক বছর করে বাড়িয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৫ নভেম্বর) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ মেয়াদ বাড়ান।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, সালমা সুলতানা সোমা, ব্যারিস্টার ফাইয়াজ জিবরান, গোলাম আক্তার জাকির ও রোকন উজ্জামান।
এর আগে গত ১৮ জুন একই বেঞ্চ দুই মামলায় ছয় মাসের জামিন দেন।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ২০১৪ সালে এবং বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ২০১৬ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দু’টি মামলা হয়। ওই দুই মামলায় হাইকোর্টে জামিন আবেদন করা হলে আদালত প্রথমে ছয় মাসের জামিন দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।